
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে টিসিবি’র পণ্যাদি বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
গতকাল সকাল ১১ টায় ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা এ টিসিবি’র পণ্যাদি বিক্রয়ের উদ্বোধন করেন।
এসময় মেসার্স নোহা এন্টারপ্রাইজের প্রোঃ জিএম আব্দুল আজিজ, ইউপি সদস্য জুলফিকার আলী ভুট্টো, ফারুক হোসেন আঙ্গুর, সত্য রঞ্জন বৈরাগীসহ ইউপি সদস্যবৃন্দ ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
এ দিন সকাল থেকে দুপুর পর্যন্ত ৯৩০ জন টিসিবি’র কার্ডভুক্তদের মাঝে ডাল ২ কেজি, সোয়াবিন তেল ২ লিটার মোট ৩৬০ টাকা মূল্যে টিসিবি পন্য উপকারভোগীদের দেওয়া হয়েছে।