
শেখ মোস্তফা কামাল,কেশবপুর(যশোর): যশোর কেশবপুরের গরুর হাট জনৈক আজিজ মাষ্টার এর দুইতলা বিল্ডিংয়ের নিচ থেকে SUZUKI GIXER 155 cc সিলভার রংয়ের মোটর সাইকেল (যাহার রেজিঃ নং- যশোর ল-১১-৮৬৬৩, চ্যাসিস নং- MB8NG4BAFF8152884, ইঞ্জিন নং- BGAI 153974) মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।
অভিযোগে থেকে পাওয়া যায় গত ইং -২২/০৫/২০২৩ তারিখ দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকা হইতে ০১:৩০ ঘটিকার মধ্যে যে কোন সময়ে আজিজ মাষ্টার এর দুইতলা বিল্ডিংয়ের নিচ থেকে উক্ত মোটর সাইকেলের ঘাড়ের লক তালা ভাঙ্গিয়া মোটর সাইকেলখানা চুরি করিয়া নিয়া পালিয়ে যায়। মোটরসাইকেল চুরি হওয়ার পর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে গাড়ির মালিক মোঃ আকবর আলী কেশবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে কেশবপুর থানার দায়িত্বরত অফিসার বিদুষ এর সাথে কথা বলে জানাযায়, মোঃ আকবার আলী নামের এক ভুক্তভোগীর গাড়ি চুরির বিষয়ে অভিযোগ টি হাতে পেয়েছি। চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত করে চোর চক্র কে আটকের চেষ্টা চালায় যাচ্ছি।