
হারুন অর রশিদ দোয়ারাবাজার থেকেঃ শেখ হাসিনার বারতা নারীপুরুষ সমতা, ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন ‘টেকসই আগামীর জন্ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৮মার্চ) আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদফতর, নারী দিবস উদযাপন পর্ষদ ও বিভিন্ন নারী সহযোগী সংগঠন সমূহের আয়োজনে সকালে উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ মুর্শেদ মিশু’র সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার কামরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী মো. এনামুল হক, সাংবাদিক মোহাম্মদ হাবিবুল্লাহ হেলালী, মাওলানা জিয়া উদ্দিন সহ বিভিন্ন নারী সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।