নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে ‘যক্ষা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সাংবাদিক সমাজের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব), নারায়ণগঞ্জ শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে শহরের বঙ্গবন্ধু সড়কের শাহনেওয়াজ চেম্বারে অনুষ্ঠিত হয়েছে।

 

নারায়ণগঞ্জের ৩০ জন গণমাধ্যমকর্মী মতবিনিময় সভায় অংশ নেয়।

 

জাতীয় যক্ষা নিরোধ সমিতি, নারায়ণগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ডা. শাহনেওয়াজ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিয়ম সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতির আজীবন সদস্য বিল্লাল হোসেন রবিন।
নাটাবের ফিল্ড অফিসার সালেহ আকরামের সঞ্চালনায় নারায়ণগঞ্জের যক্ষার সামগ্রিক চিত্র তুলে ধরেন, ব্রাকের ফিল্ড অফিসার মো: শাহআলম ও প্রজেক্ট অফিসার মো: রবিউল আউয়াল।

 

মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান।

SHARE