
ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা।। বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় নিজ ইউনিয়নের ২৩টি প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রদান করে খেলাধুলায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পাইকগাছার গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক কৃতি ফুটবলার জিএম আব্দুস সালাম কেরু।
তার সার্বিক সহযোগিতায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব মূখর পরিবেশে আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা। ইউনিয়নের দু’টি ভেন্যু গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউট মাঠ ও বাইনবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথম দিনের খেলার আয়োজন করা হয়।
চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু বাইনবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বঙ্গবন্ধু ও বঙ্গমাতার স্মৃতির প্রতি শ্রদ্ধা ও সম্মান স্বরূপ ইউনিয়নের ২৩টি প্রাথমিক বিদ্যালয়ে ব্যক্তিগতভাবে ২৩টি ফুটবল প্রদান করেন।
এ প্রতিযোগিতায় ইউনিয়নের ২৩টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করছে। বাইনবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতা শেষে বাইনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রতিযোগিতার দুটি বিভাগেই ৩য় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাইনবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবপ্রসাদ সানা, প্রাক্তন শিক্ষক অনীল কৃষ্ণ মন্ডল, বাইনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বিজেন্দ্রনাথ মৃধা, আওয়ামী লীগনেতা আব্দুস সাত্তার, যুবলীগনেতা মানবেন্দ্র মন্ডল, আছাদুজ্জামান, শিক্ষক অনুপ সরকার, জাহ্নবী যোদ্দার, অরুময় রায়, প্রিয়নাথ মন্ডল, তরুণ কান্তি মন্ডল, দীপঙ্কর সরদার, ভবেশ চন্দ্র গোলদার, তন্ময় মন্ডল, বিধান চন্দ্র ঢালী ও কানুরাম সরকার।