পাইকগাছায় খুলনা জেলা রোভার মুট ২৩ এর উদ্বোধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। চতুর্দশ খুলনা জেলা রোভার মুট- ২০২৩ এর উদ্ভোধনী অনুষ্ঠান বুধবার সকালে পাইকগাছা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর চেয়ারম্যান প্রফেসর মোঃ আহসান হাবীব রোভার মুট ২৩ এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ,পাইকগাছা পৌরসভার মেয়র জনাব মোঃ সেলিম জাহাঙ্গীর,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, শিহাবউদ্দিন ফিরোজ বুলু, পাইকগাছা থানার ওসি মোঃ জিয়াউর রহমান জিয়া সহ অন্যান্য নের্তৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খুলনা জেলার বিভিন্ন স্কুল কলেজর রোভার স্কাউট।

পাইকগাছায় ৫ দিন ব্যাপি চতুর্দশ খুলনা জেলা রোভার মুট উপলক্ষে পাইকগাছা সরকারি কলেজ মাঠে তাবু স্থাপন করা হয়েছে। ১৪ ফেব্ধসঢ়;রুয়ারি মঙ্গলবার থেকে শুরু হওয়া রোভার মুট ১৮ ফেব্ধসঢ়;রুয়ারি শনিবার সম্পন্ন হবে। ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান, সংগ্রহ ও প্রদর্শন, জানা অজানা, জীবন জীবনের জন্য, পি আর এস প্ল্যানিং, ক্যাম্প ফায়ার। ১৬ ফেব্রুয়ারি ইয়ুথ পার্লামেন্ট, অদম্য রোভারিং, সাব ক্যাম্প, ক্যাম্প ফায়ার। ১৭ ফেব্ধসঢ়;রুয়ারি অদম্য যাত্রা, প্রাক্তন রোভার পুনর্মিলনী, মহা তাঁবু জলসার মহড়া, মহা তাঁবু জলসা।

১৮ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠান। চতুর্দশ খুলনা জেলা রোভার মুট এর মুট চীফ শিকদার রুহুল আমীন জানান, জেলার ৪২টি দল রোভার মুটে অংশগ্রহণ করবে। ৭৫জন কর্মকর্তা এবং ২৫জন স্বেচ্ছাসেবক সার্বক্ষনিক দায়িত্ব পালন করবে।

SHARE