দোয়ারাবাজার প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজনে স্বাস্থ্য সেবা প্রচারণা সপ্তাহ, বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহীন খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ মুর্শেদ মিশু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, হাসপাতালে কর্মরত ডাক্তার নার্স সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ- দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা অনেকটা উন্নত হয়েছে। শতকরা ৪০% ডেলিভারিতে সিজার, অপারেশন ছাড়া নরমাল ডেলিভারি হচ্ছে।
এছাড়াও হাসপাতালে নতুন ভবনের সাথে চিকিৎসা সেবারও নতুনত্ব যোগ হচ্চে।