
মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের রসুলপুর বাজার থেকে নগদ অর্থ ও জুয়ার উপকরণসহ ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ মে) দিবাগত গভীর রাতে বাবুখালী ক্যাম্পের ইনচার্জ সায়াদ উল্লাহ্র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তাদেরকে আটক করেন।
আটককৃতদের পরের দিন সোমবার সকালে মাগুরা আদালতে প্রেরণ করা হয়েছে। মহম্মদপুর থানার ডিউটি অফিসার এএসআই আছিয়া আক্তার জানান, ঘটনার রাতে উপজেলার বাবুখালী ইউনিয়নের রসুলপুর বাজারে জুয়া খেলার সময় ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- তৈয়েব আলী (২৭), লিটন (৩৮), জাহিদুল (৩৮), ইকারুল (৩৬), ইমরান (২৬), পিন্টু (২৫) এবং রিয়াজুল (৩৫)। তাদের বাড়ি বাবুখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, নগদ অর্থ ও জুয়ার উপকরণসহ তাদেরকে আটক করা হয়েছে এবং পরের দিন সোমবার সকালে তাদেরকে মাগুরা আদালতে প্রেরণ করা হয়েছে।