
এস এম মিজানুর রহমান শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি প্রতিনিধি : শ্যামনগর সীমান্তে সংশ্লিষ্ট প্রশাসনের চোখ এড়িয়ে এবং রাজস্ব ফাকি দিয়ে নদী পথে ভারতীয় গরু পাঁচার করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসার সময় টের পেয়ে আটক করেছেন শ্যামনগর থানা পুলিশ।
বুধবার (১৭ মে) রাত আড়াইটার দিকে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবুলের নেতৃত্বে একদল পুলিশ কালিঞ্চী গ্রামে গোলাখালী ঘাট সংলগ্ন নতুন বাজার মোড় এলাকা থেকে ৪টি ভারতীয় গরু সহ ওই তিন পাঁচার কারীকে আটক করে।
আটক তিন পাঁচারকারী হলেন- উপজেলার কালিঞ্চী গ্রামের মান্নান বরকন্দাজের ছেলে এবাদুল ইসলাম, শুকদেব গায়েনের ছেলে দেবব্রত গায়েন ও মাসুদ গাজীর ছেলে সাব্বির হোসেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, গোপনে জানতে পেরে ভারতীয় ৪টি গরু সহ ওই তিন পাঁচারকারীকে আটক করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।