ডেক্স রিপোর্টঃ সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু কোভিড-১৯ সংক্রমণ।করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সরকারি নির্দেশনা মোতাবেক বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এর অনেক স্বেচ্ছাসেবক কাজ করছেন।তাদের মধ্যে অন্যতম শ্যামনগরের তরুণ অনলাইন এক্টিভিস্ট ও আওয়ামী লীগের সহযোগী সংগঠন তাঁতী লীগের আহবায়ক রেজওয়ানুল আজাদ নিপুন।করোনা যুদ্ধে এই ফ্রন্ট লাইন যোদ্ধার নেতৃত্বে বিশেষ করে উপজেলা সদর এ সামাজিক দূরত্ব নিশ্চিত,হোম কোয়ারেন্টাইন নিশ্চিত সহ বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন স্বেচ্ছাসেবীরা কাজ করে যাচ্ছে নিরলস।আজ রাতে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে করোনা ভাইরাস প্রতিরোধে অসচেতন জনসাধারণের উদ্দেশ্যে লেখা একটি আবেগঘন স্ট্যাটাস নজর কাড়ে সবার।স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলোঃ
“ সাত কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি ”।আর কতভাবে বুঝাতে হবে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি সম্পর্কে!?আর কতবার সরকার,প্রশাসন,স্বেচ্ছাসেবীদের আপনার দ্বারস্থ হয়ে অনুরোধ করতে হবে ঘরে থাকা বা সামাজিক দূরত্ব বজায় রাখতে?খাদ্যের অভাবের অজুহাত দিচ্ছেন,কিন্তু খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পর জীবনের নিরাপত্তার নিশ্চয়তা কে দিবে?মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে বিত্তবান ব্যক্তিরা বিত্ত নিয়ে কি করবেন?বাড়ির পাশের দুস্থ অসহায়কে সাহায্য দিন দয়া করে।খাদ্যের সন্ধানে বের হওয়া দুস্থ অসহায় ঘরে থাকলে আপনিও জীবনের ঝুঁকি এড়াতে পারবেন।শিল্প মালিক শিল্প কারখানা কিভাবে চালাবেন যদি শ্রমিক না থাকে?আসুন সম্মিলিত প্রচেষ্টায় জীবাণুর বিরুদ্ধে যুদ্ধে সামিল হয়ে ঝুঁকি মুক্ত সমাজ নিশ্চিত করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।মহান আল্লাহর নিকট প্রার্থনা করুন ঘরে বসে।নিশ্চয়ই তিনি মুক্তি দাতা।

#ঘরে_থাকুন
#নিরাপদ_থাকুন