কলারোয়ায় প্রতিবন্ধীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার উদ্বোধন

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় প্রতিবন্ধীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। রোববার (১১ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত্বে) আরিফুজ্জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন ঘোষনা করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন (সমাজকল্যাণ মন্ত্রাণালয়) সাতক্ষীরার ফিজিওথেরাপি
(অর্থো ও নিউরো ডাক্তার হাবিবুর রহমান, শিক্ষক সাইফুল ইসলাম, প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান, কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সহ.সভাপতি সরদার জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাজু রায়হান প্রমূখ।

 

 

উল্লেখ্য-জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন (সমাজকল্যাণ মন্ত্রাণালয়) সাতক্ষীরার রসুলপুরে সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধীতার ঝুকি আছে এমন ব্যক্তিদের বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ববধায়নে সম্পুর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতি শনি থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চিকিৎসা দেওয়া হচ্ছে। অবশ্যই ২কপি পাসপোর্ট সাইজ ছবি, জন্ম সনদ, ভোটার আইডি (জাতীয় পরিচয়পত্র) এর ফটো কপি সাথে আনতে বলা হয়েছে।

SHARE