কলারোয়ায় সন্ত্রাসীদের হামলায় ৪জন জখম, হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় রাস্তার মাটি কেটে ড্রেন নির্মানে বাধা দেওয়ায় সন্ত্রাসীরা এক কৃষক পরিবারের উপর হামলা চালিয়েছে। তাদের হামলায় ৪জন মারাক্তক জখম হয়েছে। আহতদের কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

 

 

মঙ্গলবার (১১জানুয়ারী) বিকাল ৪টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের পূর্ব কেরালকাতা গ্রামে। আহতরা হলেন- ওই গ্রামের আঃ মজিদ সরদারের ছেলে আঃ হামিদ সরদার (৬৫), আঃ হামিদ সরদারের স্ত্রী নুর নাহার (৫০), রাসেলের স্ত্রী মৌসুমি (২৫) ও রাসেল (৩০)।

 

 

আহতরা সাংবাদিকদের জানান-পূর্ব কেরালকাতা গ্রামের শহিদুল ইসলাম রাস্তা কেটে ড্রেন নির্মানের চেষ্টা করে। এতে বাধা দেওয়াতে তারা ক্ষিপ্ত হয়ে শহিদুল ইসলামের নেতৃত্বে আবুল কালাম, আঃ রশিদ গাছ কাটা দা ও লাঠিসোটা নিয়ে সন্ত্রাসী কায়দায় কৃষক আঃ হামিদ সরদারের উপর হামলা চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা কৃষক আঃ হামিদ সরদারের হাতে দা দিয়ে কোপ মারে। এতে তিনি গুরুত্বর জখম প্রাপ্ত হলে তার ডাকচিৎকারে অন্যন্যেরা এগিয়ে আসলে তাদের উপর হামলা করে নিলাফোলা জখম করে।

 

 

খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন। এঘটনায়রাতে কলারোয়া থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।