কেশবপুরে দুই ব্যাংক কর্মকর্তার বাসায় দুঃসাহসিক চুরি

আজিজুর রহমান, কেশবপুর(যশোর)প্রতিনিধি: কেশবপুরে দুই ব্যাংক কর্মকর্তার বাসায় বৃহস্পতিবার গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরে ঢুকে ল্যাপটপ, মোবাইল, টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। ঘটনা উল্লেখ করে শুক্রবার দুপুরে থানায় অভিযোগ করা হয়েছে।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুর শহরের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা কবির হোসেন ও জয়নাল আবেদিন চাকুরীর সুবাদে উপজেলার অফিসপাড়া এলাকায় শাহজাহান মাস্টারের বাড়ির তৃতীয় তলার একটি কক্ষ ভাড়া নিয়ে থাকেন। বৃহস্পতিবার রাতে তারা দু’জনে ঘুমানোর পরে অজ্ঞাত চোরেরা ঘরে ঢুকে একটি ল্যাপটপ, ২টি মোবাইল, প্রায় ৩০ হাজার টাকা ও প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।

 

ব্যাংক কর্মকর্তা কবির হোসেনের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সৈয়দনগর গ্রামে ও জয়নাল আবেদিনের বাড়ি একই জেলার বাঁশখালী উপজেলার লালজীবন গ্রামে। এ ব্যাপারে কেশবপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আজিজুর রহমান বলেন, চুরির ঘটনা উল্লেখ করে ওই দুই ব্যাংক কর্মকর্তার পক্ষ থেকে করা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হবে।