খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে শিক্ষকের রোগমুক্তিতে দোয়া অনুষ্ঠিত

কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন সখীপুরে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ এর ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পর্ষদ সম্পাদক এবং দেবহাটা উপজেলার দেবীশহর গ্রামের আলহাজ্জ নুরু খান এর জ্যেষ্ঠ পুত্র মো: মইনুদ্দিন খান সম্প্রতি গুরুতর অসুস্থ্য হয়ে ঢাকা ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

 

উক্ত শিক্ষকের আশু রোগমুক্তি কামনা করে ১৮ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১ টায় কলেজ শিক্ষক মিলনায়তনে ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এক দোয়ার অনুষ্ঠান হয়েছে।

 

 

ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শেখ মিজানুর রহমান এর সভাপতিত্বে ও শিক্ষক মো. আবু তালেব’র সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়ার অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক মো.শাহানুর রহমান। দোয়া পরিচালনা করেন হিসাববিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান আলহাজ্জ মো. আকবর আলী।

 

 

শিক্ষকদের মধ্য থেকে আরো উপস্থিত ছিলেন- আলহাজ্জ এ এস এম মিজানুর রহমান, আলহাজ্জ মো. মাসুদ করিম, মো. আকরাম হোসেন, মো. জাহাঙ্গীর কবির, শচীন্দ্রনাথ মন্ডল, মো.মনিরুজ্জামান (মহসিন), মো. নাজমুল হুদা ডালিম, দৌলতুন্নেছা পারুল, রিতা রানী, পারভীন সুলতানা,তৌহিদুজ্জামান, আবু জাফর সিদ্দিকি, রোকনুজ্জামান, আনোয়ার সিদ্দিকী, প্রদীপ কুমার মন্ডল, রোকনউজ্জামান, আবু তাহের, আবু রায়হান, ৩য় শ্রেণির বৈদ্যনাথ সরদার,আব্দুল আলিম সহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ।

 

 

প্রাপ্ত তথ্যানুযায়ি, বেশকিছু দিন যাবৎ দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিলকিস বানু’র স্বামী মো. মঈনুদ্দিন খান কাঁশি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন সমস্যায় অসুস্থ ও স্থানীয়ভাবে চিকিৎসার পর গত রবিবার বিকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ঐদিনই এ্যাম্বুলেন্সযোগে ঢাকা ধানমন্ডির আনোয়ার খান মডেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে ২ দিনেই অনেকখানি উন্নতি হওয়ায় ১৮ জানুয়ারি মঙ্গলবার সকালে বেডে স্থানানন্তর করা হয়েছে।