ডুমুরিয়ায় তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকারের উপর জ্ঞান মেলা

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা। সোমবার ১৪ নভেম্বার সকাল সাড়ে ১০টার সময় ডুমুরিয়া এনজিসি এ্যন্ড  এনসিকে  মাধ্যামিক বিদ্যালয়ের মিলনায়তনে এখানে এখনই-RHRN 2 (অধিকার এখানে এখনই প্রকল্প) তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকারের উপর জ্ঞান মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভায়‌ সভাপতিত্বে করেন  ডুমুরিয়া এনজিসি এ্যন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের‌ প্রধান শিক্ষক মোঃ আইউব হোসাইন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আশিফ রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিপ্রা রাণী বি ভিসি , মোঃ জিল্লুর রহমান এসি, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, প্রশান্ত কুমার দে,শামসূজ্জান, শিখা রাণী দাস, প্রমুখ।।

 

 

 

আমাদের দেশের মেয়েরা এখনো অনেকেই সেই আদিকালের মানসিকতা নিয়ে পড়ে আছে। ‘বুক ফাটে তো মুখ ফোটে না’। একটি মেয়ে ঋতুমতী হয়েছে, কিন্তু সে তার শরীরের ব্যবস্থাপনাটা জানে না। কিভাবে ব্যাপারটা সে ম্যানেজ করবে ভেবে পায় না। দিশেহারা হয়ে যায়। অকারণ লজ্জায় কাউকে বলতেও পারে না।

 

 

এই লজ্জাটা পরিহার করতে হবে। কাছের মানুষদের জানাতে হবে তার শরীরের ব্যাপারটা। শহর এলাকায় যেমন-তেমন, গ্রামে এই সমস্যাটি প্রকট। তার ওপর প্যাড ব্যবহারের বিষয়টিও মাথায় রাখে না অনেকে। ন্যাকড়া ব্যবহার করে। এই ন্যাকড়া থেকে নানা রোগের উৎপত্তি। ন্যাকড়ায় চেলা লুকিয়ে ছিল। তার কামড়ে একটি মেয়ের মৃত্যু পর্যন্ত হয়েছে। এই সংবাদ পড়ে আমরা স্তম্ভিত হয়েছি। আজকের পৃৃথিবীতে এ রকম ঘটনা ঘটতে পারে না।

 

 

পৃথিবীর অন্যান্য দেশে পাঠ্য বইতে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়। একটি মেয়ে বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে তার শরীরের ব্যাপারটা জেনে যায়। এই জানা অত্যন্ত জরুরি। আরেকটি বিষয়, বিশেষ করে গ্রাম এলাকায় যে স্কুলগুলোতে ছেলে-মেয়ে একসঙ্গে পড়ছে, সেই স্কুলগুলোতে মেয়েদের টয়লেটগুলোর অবস্থা খুবই শোচনীয়। যে কারণে মাসের বিশেষ সময়টায় অনেক মেয়ে স্কুলেই আসে না।

 

 

 

এই দিকগুলোতে নজর দেওয়া জরুরি। মেয়েদের যেমন মুখ ফুটে তার সুবিধা-অসুবিধার কথা বলতে হবে, অভিভাবক ও শিক্ষকদেরও সেই বিষয়ে সচেতন হতে হবে। আমি মনে করি সচেতনতা মানেই সঠিক ব্যবস্থাপনা। সচেতন হলে কোনো সমস্যাই সমস্যা না। আয়োজনে সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচি।

SHARE