ডুমুরিয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর বারবার হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডুমুরিয়া খুলনা প্রতিনিধি। ডুমুরিয়ার বাগআঁচড়ায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর বারবার হামলার প্রতিবাদে ইলিয়াস-ইস্রাফিল সহ সকল আসামিদের দ্রুত শাস্তির দাবিতে ৩ জানুয়ারি মঙ্গলবার সকালে ডুমুরিয়া প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা এয়াকুব আলী। তিনি বলেন, ডুমুরিয়া উপজেলার বাগআঁচড়ায় আমার আপন ভাই আরসাফ ও তার স্ত্রী পারভিন ছেলে পুত্রবধু নিয়ে বসবাস করে আসছেন। কিন্তু গত ৪ নভেম্বর ভোর রাতে পারভিন এর মাছের ঘের লুট করে তার আপন বড় ভাই এর ছেলে ইলিয়াস ও ইস্রাফিল।

 

 

সেদিন ভোর রাতে ২৫ থেকে ৩০ জন লোক নিয়ে পারভিনের মৎস ঘেরের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এই ঘটনায় পারভিন বাদি হয়ে বিজ্ঞ চীফ জিুডিশিয়াল ম্যাজিঃ আদালতের মাধ্যমে ডুমুরিয়া থানায় জি আর মামলা নম্বর- ২৯২/২২ দায়ের করে। ওই মামলায় ৭ জন আসামি ৮ দিনের জেল ভোগ করে জামিনে বের হয়। জামিনে বেরিয়ে এসে আসামি ইলিয়াস, ইস্রাফিল ও নূরইসলাম আবারও বাদি পারভিনকে গত ২৫ ডিসেম্বর সকালে তার বাড়ীর সামনে এসে, আদালতের মামলা তুলে নেওয়ার জন্য অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকে, তারা পারভিন এর উপর ক্ষিপ্ত হয়ে মারপিট করতে উদ্যত হওয়া সহ, সে ও তার পরিবারের অন্যান্য সদস্য এবং সাক্ষীদের জীবন নাশ সহ বিভিন্ন ধরনের ভয় ভীতির হুমকী দেয়।

 

 

পাশাপাশি পারভিনের ঘেরের রাস্তা কাটতে থাকে ১ নম্বর আসামি ইলিয়াস এবং ২ নম্বর আসামি ই¯্রাফিল পারভিনের মেজা ভাবির সাথে ধস্তাধস্তি করে। এঘটনায় পারভিন বাদি হয়ে গত ২৬ তারিখে ডুমুরিয়া থানায় একটি সাধারন ডায়েরি করে। এতে আসামিরা আরো ক্ষিপ্ত হয়ে ৩০ ডিসেম্বর সকালে আবারো বাদীর ধান রোপন প্রস্তুতির কাজে বাধা দিতে ২ নম্বর আসামি ইর্সরাফিল তার মা ও স্ত্রীকে পাঠায়। সেখানে এই মামলার সাক্ষী পারভিনের ভাইপো সাংবাদিক মাসুম ভিডিও করতে গেলে, পারভিনের করা মামলায় ৮ দিন জেল খেটে আসা ২ নম্বর আসামি ইস্রাফিল এর নির্দেশে তার মা রুব্বান বেগম ও স্ত্রী আসমা বেগম সাংবাদিক মাসুমকে চড় ঘুসি মারতে থাকে এবং জামা ছিড়ে ফেলে।

 

এসময় তার মা নাসিমা বেগম ঠেকাতে গেলে তাকেও মারপিট করে। এর পর পিছোনে দাড়িয়ে থাকা ইস্রাফিল, আর মারার দরকার নেই, অনেক হইছে বলে, তার স্ত্রীকে ঘটনাস্থল থেকে নিয়ে যায়। এই ঘটনায় সাংবাদিক মাসুম ডুমুরিয়া হসপিটাল থেকে প্রথমিক চিকিৎসা নিয়ে, ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। আসামিদের দ্রত বিচার সম্পন্ন করে শাস্তির দাবি ও বারবার তার পরিবারের উপর হামলার ঘটনার তিব্র প্রতিবাদ জানায় মুক্তিযোদ্ধা এয়াকুব আলী। সংবাদ সম্মেলনে, ভুক্তভূগী পারভিন, আরসাফ গাজী , মোঃ মওদুদ গজী, সাংবাদিক মাসুম, নাসিম, শিরাজ গাজী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।