দোয়ারাবাজার সমিতি সিলেট কর্তৃক মেধাবৃত্তি প্রদান সম্পন্ন

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ সিলেটে বসবাসরত দোয়ারাবাজার সমিতি সিলেট কতৃক মেধাবৃত্তিক পরিক্ষায় বিজয়ীদের মধ্যে বৃত্তি প্রদান সম্পন্ন করা হয়েছে। সোমবার বিকালে সিলেটের অভিজাত একটি কমিউনিটি সেন্টারে এ বৃত্তি প্রদান অনুষ্টানে সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের মধ্যে বৃত্তি প্রদান করেন।

এছাড়াও দোয়ারাবাজার সমিতি সিলেট এর সভাপতি মাসুক আহমদ তাহের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান দেওয়ান রুশো চৌধুরী সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ফরিদ আহমদ তারেক, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক উপজেলা আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, শ্রমিক্ লীগ নেতা এজাজুল হক এজাজ,সুনামগঞ্জ গঞ্জ সমিতি সিলেটের সেক্রেটারী অধ্যক্ষ সাব্বির আহমদ,সমিতির উপদেষ্টা অধ্যাপক জমির উদ্দিন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিতোষ মজুমদার বসু,পুলিশ ইন্সপেক্টর ওকিল উদ্দিন আহমদ ।

প্রধান অতিথি জননেতা মুহিবুর রহমান মানিক তার বক্তব্যে দোয়ারাবাজার সমিতি সিলেট এর সামাজিক,শিক্ষা প্রসার ও মানবিক কাজের ভুয়সী প্রশংসা করেন। বৃত্তি প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এ থেকে অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যতে সুন্দর সমাজ বিনির্মানে অবদান রাখার আহবান জানান।

অনুষ্ঠানের শুরুতে প্রভাষক করম আলী কোরআন তেলাওয়াত ও উপাধ্যক্ষ বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী গীতা পাঠ করেন। স্বাগত বক্তব্য রাখেন সি. ওয়া অফি. (অব.) রফিক উদ্দিন, সমিতির সামগ্রিক কার্যাবলী নিয়ে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন। বক্তব্য রাখেন সমিতির সি. সহ সভাপতি অধ্যক্ষ ধীরেন্দ্র কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক মাসুক রানা, তোফায়েল আহমেদ,সফিকুল ইসলাম সফিক, আব্দুল মালেক আকাশ, দিলোয়ার হোসেন প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাতক সমিতি সিলেট এর সেক্রেটারি এড. মাসুম আহমদ,পীর মো: আলী মিলন,ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারি মো: বশির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান ( কালা মিয়া), মো: হারুন অর রশিদ,মো: দিলোয়ার হোসেন,সিলেট মেডিক্যাল বিশ্ব বিদ্যালয়ের এডমিনিস্ট্রেটর মো: আল আমিন,দোহালিয়া উন্নয়ন পরিষদ সিলেট এর সভাপতি ছাইফুদ্দিন আহমদ।

পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন উপ কমিটির আহবায়ক আনোয়ার হোসাইন।সমিতির পক্ষ হতে তিনি ও পরীক্ষা কমিটির সদস্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর ভাবে সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য। অনুষ্টানে সিলেটে বসবাসরত দোয়ারাবাজার উপজেলার সকল সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ মেধাবী শিক্ষার্থীর ও তাদের অভিভাবক মন্ডলী উপস্থিত ছিলেন। দোয়ারাবাজার সমিতি সিলেট এর সকল সম্মানিত সদস্যগনের ও প্রানবন্ত উপস্থিতি ছিল।

৩০০ শতাধিক শিক্ষার্থীদের মধ্য থেকে ৪৯ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।