জাহাঙ্গীর হোসেনঃ “অসমতা দূর করি, এইডস মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবস-২০২২ পালিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা পুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেল, পিপিএম(বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহান সরকার।

 

র‌্যালী শেষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. আ,ফ,ম মুশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

জেলার বিভিন্ন এনজিও সংগঠনের অংশগ্রহণে সভায় বক্তব্য রাখেন খাঁনপুর ৩শ’ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ খায়রুল আলম, জেলা সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা আসিফ মাহমুদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনীক বিশ্বাস।

 

সভায় দিবসের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. একেএম মেহেদী হাসান। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জুনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মো. শাকির হোসেন, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফুর রহমান, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ ও জেলা সেনেটারী ইন্সপেক্টর লিয়াকত ভূইয়া প্রমূখ।

SHARE