বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন বাগেরহাটের ৩ সহস্রাধিক রোগী

সুব্রত ঢালী সুব্র, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়েছে প্রায় তিন সহস্রাধিক নারী-পুরুষকে। সোমবার উপজেলার বাঁশতলী ইউনিয়নের বড়দিয়া গ্রামের বড়দিয়া হাজী আরিফ (রঃ) মাদ্রাসা মাঠ চত্বরে ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ও লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের সহযোগীতায় এ চক্ষু সেবা কার্যক্রম চলে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

 

 

 

বিনামূলে সেবা নেওয়া প্রায় ৩ সহস্রাধিক চক্ষু রোগী এরমধ্য থেকে প্রায় ৫ শতাধিক চোখে ছানি পড়া ও নেত্রনালী রোগীদের অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। এসব বাছাইকৃত রোগীদের ঢাকা মেগা সিটি লায়ন্স চক্ষু হাসপাতালে নিয়ে অপারেশন ও লেন্স সংযোজন করা হবে।

 

 

 

প্রাথমিক চিকিৎসা সেবা প্রদাণ প্রায় ৩ সহস্রাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে ওষুধ ও বয়স্ক রোগীদের চশমা প্রদাণ করা হয়েছে। আর এ সকল রোগীদের সেবা দেন ঢাকা ও খুলনার ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক।

 

 

 

এ পর্যন্ত প্রায় ৫৫ হাজার রোগীকে প্রাথমিক চিকিৎসা, চশমা, অপারেশন, লেন্স সংযোজন ও ওষুধ প্রদাণ করা হয়েছে।