তমা

পৃথিবীটা কদিনের জন্য! এখানে এসে কত চাওয়া পাওয়া, ন্যায় অন্যায়ের মাঝে নিজের প্রাপ্তকে প্রাধান্য দেই সবার আগে।

নিজের চাওয়া পাওয়ার হিসেবের চুলচেরা বিশ্লেষণ করে বুঝেনেই নিজ সুখ ভোগবিলাস।

ভুলে যাই দায়িত্ব কর্তব্যের বোধ বিচার, আর খুজে ফিরি প্রয়োজনের থেকে বেশি হতাশা নিজের অজান্তেই।

আসলে আমরা আমাদের প্রয়োজনটার মাপকাঠির সঠিক দেওয়ালটাই জানতে চাইনা কখনও,তাই জানিনা কেউই।

শুধু বাধহীন চাওয়া পাওয়ার পিছে ছুটি অযুক্তিক হতাশা নিয়ে। অথচ একটু হিসেব কসলেই কিন্তু বেরিয়ে আসে আমাদের জীবনের প্রয়োজন ও তার প্রাপ্তির রাস্তাটা।

দুঃখ এই আমরা না বুঝে আমাদের প্রয়োজনের সীমানা ভেঙে ছুটতে থাকি অপ্রয়োজনের পিছে, আসল প্রয়োজন যখন থাকে হাতের নাগালে। আর জীবনটাকে তাই যান্ত্রিক করেতুলি।

চলি সবাই এক অজানা গন্তব্যে পুরোটাই হতাশার রাজপথ! সবারই তাড়াহূড়া, ব্যস্ততায় ভরপুর কর্কশ জীবনের মিথ্যা তৃপ্ত ঢেকুরে ঘোলাটে জনপথ। তাই নিয়ম ভেঙে সবাই ছুটে, কে কতটা হতাশার জীবন বহনকরে প্রথম হবে! গর্বিত হবে অহেতুক মিথ্যা অহংকারে।

আবার সবাই থমকে দাড়াবে,দাড়াতে হবে জরিমানা হবে নানান রোগের ডাক্তারী প্রেসকিপশনে, আটকা পড়ে জীবনের নিজেদের তৈরী হতাশার জানযটের ট্রাফিক সিগন্যালে।