পাইকগাছায় আলোচিত সেই ম্যারাথন পকেটমার আটক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছার কপিলমুনিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতীমন্ত্রীর আগমনী অনুষ্ঠানস্থল ঘিরে ম্যারাথন পকেট মারীর ঘটনার মূল নায়ককে গ্রেফতার করেছে রুপসা থানা পুলিশ।

 

 

খুলনা জেলার পাইকগাছা থানা পুলিশের প্রেরিত এক বার্তার সূত্র ধরে উপরোক্ত এলাকায় অভিযান চালিয়ে মাত্র দু’দিনের মধ্যে তাকে আটক করা হয়েছে বলে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

 

 

তবে তদন্তের স্বার্থে বিস্তারিত পরবর্তীতে প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হবে বলে জানান পুলিশের ঐ সূত্র।

 

 

 

এদিকে সর্বশেষ তাকে পাইকগাছা থানায় নেয়া হচ্ছে। প্রসঙ্গত, গত ২ আগস্ট বিশ্ববরেণ্য বিজ্ঞানী স্যার পিসিরায়ের ১৬১ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যাওয়ার পথিমধ্যে সকালে সরকারের সংষ্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ (এমপি) কপিলমুনি বদ্ধভূমি (স্মৃতিসৌধ) পরিদর্শন করেন।

 

 

 

এসময় অতিরিক্ত ভীঁড়ের চাপে ব্যাপক ম্যারাথন পকেটমারীর ঘটনা ঘটে। বিষয়টি দেশের বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক ভাবে প্রকাশ হলে নড়েচড়ে বসে প্রশাসন।