মুরাদ হোসেন (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন কলমের সৈনিক সংসদ’র আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।

 

 

শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় সাপ্তাহিক মহম্মদপুর বার্তা কার্যালয়ে- বিদ্রোহী কবির ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।

 

 

কলমের সৈনিক সংসদের সেক্রেটারী জেনারেল সাংবাদিক ও কবি মুরাদ হোসেনের সঞ্চালনায় আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্য দেন কলমের সৈনিক সংসদের প্রতিষ্ঠাতা, সাপ্তাহিক মহম্মদপুর বার্তা’র সম্পাদক, নাট্যকার ও কবি সালাহ্উদদীন আহমেদ মিলটন।

 

 

সংসদের সাহিত্য সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের উপদেষ্টা মোঃ জিয়াউল হক বাচ্চু।

 

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমের সৈনিক সংসদের উপদেষ্টা সহকারী অধ্যাপক এস এম ইউনুচ আলী, বঙ্গবন্ধু সরকারি কলেজের সহকারী অধ্যাপক নিজামউদ্দীন ও সহকারী প্রধান শিক্ষক কবি মো. শহিদুজ্জামান।

 

 

অনুষ্ঠাননের সার্বিক সহযোগিতায় ছিলেন সাপ্তাহিক মহম্মদপুর বার্তার সাহিত্য সম্পাদক কবি মতিউর রহমান ও কবি লতিফুল খবির।