প্রকাশিত সংবাদের প্রধানশিক্ষক শহিদুলের প্রতিবাদ
**-*-*******-*********************************
গত ৪ ডিসেম্বর ২০১৯তারিখে বরিশাল ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল *বাংলার বাণী ২৪ ডটকম*অনলাইন পত্রিকায় -শ্যামনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধানশিক্ষকের বিরুদ্ধে দুর্ণীতির অভিযোগ-শিরোনামে আমাকে জড়িয়ে সংবাদটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।বিদ্যালয়টিতে জনাব রাশেদুল ইসলাম সরদার সহ-সভাপতি।তিনি সভাপতির পদ দাবী করলে সরকারি বিধি মোতাবেক শিক্ষাগত যোগ্যতা নুন্যত্তম থাকায় তাহা প্রত্যাখান হয়।সভাপতি হওয়ার যোগ্যতার পরিপত্র তাকে দেওয়া হয়।তারপরও আমাকে ভুলবুঝে বা অণ্যের প্ররোচণায় আমার সুনামক্ষুন্ন করতে বা সভাপতির পদ অবৈধ ভাবে দাবী করতে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করতে অব্যহত রেখেছেন।এ নিয়ে বিরোধের সৃষ্টি হয়।সে আক্রোশে বিদ্যালয়ের স্লিপের টাকা, ক্ষুদ্র মেরামতের টাকা বা রুটিন মেইনটেন্সের টাকা প্রভৃতি বিষয়ে অর্থ তছরুপের অভিযোগ করা হয়েছে।যা আদৌও আমি কোন টাকা তছরুপ বা আত্নসাৎ করি নাই।বিষয়টি -মাছ না পেয়ে ছিপে কামড়-প্রবাদ বাক্যের সামিল।তিলকে তাল বানিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে নানান অযুহাত খাড়া করে অভিযোগ দায়ের বা মিডিয়ায় প্রকাশিত আমি তার তীব্র নিন্দা,ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।সাথে সাথে বিদ্যালয়টির বা আমার সুনাম অব্যহাত রাখতে সহ-সভাপতি মহোদয় সহ সকলের সহযোগিতা কামনা করছি।প্রতিবাদকারী-
★মোঃ শহিদুল ইসলাম
প্রধানশিক্ষক
১৪৯নং শ্রীফলকাটি পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্যামনগর,সাতক্ষীরা।