কালিগঞ্জের কৃষ্ণনগরে আর্জেন্টিনা সমর্থকদের তৈরি বিশাল সুসজ্জিত গেট 

মোঃ আলাউদ্দীন, কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কাতার বিশ্বকাপ ফুটবল ঘিরে উন্মাদনা এখন বিশ্বজুড়ে। সেই উন্মাদনার হাওয়া বইছে বাংলাদেশের আনাচেকানাচে। বিশ্বকাপ উত্তেজনার আনন্দ ঘিরে সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে ১২ হাজার টাকা ব্যয় করে সুসজ্জিত গেট তৈরী করেছে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী।

 

 

 

বৃহস্পতিবার (২৪শে নভেম্বর) কৃষ্ণনগরের মোল্লারহাট নামক স্থানে যেয়ে দেখা মেলে সেই বিশাল গেটটির। আর্জেন্টিনার ভক্ত মোল্ললারহাটের বাদসা হোসেন, ইকবাল সরদার, মোজাহিদ, রুবেল হোসাইন, আমিনুর রহমান, মাহাবুর রহমানদের সাথে কথা বলে জানা যায় ১২ হাজার টাকা ব্যয় করে এই সুবিশাল গেটটি ৩ দিন ধরে তৈরী করেছে। গেইটিতে দেখা গিয়েছে লিও মেসি, ডি মারিয়া সহ আর্জেন্টিনা টিমের ছবি এবং বিভিন্ন কালারের মিউজিক লাইট যেটা রাতে ঝলমলে আলো ছড়াচ্ছে।

 

 

এদিকে একই স্থানের ব্রাজিল সমর্থকরা ৩৬০ বর্গফুটের একটি ব্রাজিলের পতাকা তৈরী করে টানিয়ে দিয়েছে।
তবে ভিনদেশের বিশাল দৈর্ঘ্যের জাতীয় পতাকা থাকলেও তার পাশে আছে বাংলাদেশের ছোট ও অতি খুদ্র পতাকা আবার কিছু কিছু স্থানে ভিনদেশি পতাকার পাশে নেই বাংলাদেশের পতাকা।