নায়ক মান্নার ১৪তম মৃত্যুবার্ষিকী

ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক এস এম আসলাম তালুকদার মান্না। অসংখ্য ভক্তকে শোকের সাগরে ভাসিয়ে ২০০৮ সালের ১৭ই ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে যান এক সময়ের এই ঢালিউড কিং। মৃত্যুর পরও তার জনপ্রিয়তা এখনো অমলিন।

 

 

 

চিত্রনায়ক মান্নার আকস্মিক মৃত্যু তখন কেউই মেনে নিতে পারেননি। তার মৃত্যুর এতদিন পরও সেই ক্ষত আজও শুকায়নি। আজ ১৭ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নায়ক মান্নার ১৪তম মৃত্যুবার্ষিকী। তার এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় তার ভক্ত ও সহকর্মীরা দোয়া চেয়েছেন।

 

 

 

এদিকে মান্নার স্ত্রী শেলী মান্না ও মান্না ফাউন্ডেশনের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে। ১৯৬৪ সালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় জন্মগ্রহণ করেন মান্না। মৃত্যুর পর তাকে সেখানেই সমাহিত করা হয়। অনেক ভক্ত প্রায়ই নায়ক মান্নার কবর দেখতে ভিড় করেন।