এস এম মিজানুর রহমান, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প কৃষি সম্প্রসারন অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।

 

এ প্রকল্পের আওতায় কৃষকদের ৭০ শতাংশ উন্নয়ন সহায়তার লক্ষ্যে শ্যামনগর উপজেলা কৃষি অধিদপ্তর কতর্ৃক ধান, গম, ভুট্টা কর্তন যন্ত্র (কম্বাইন হারভেস্টার মেশিন) বিতরণ করা হয়েছে।

 

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল ইসলামের আয়োজনে শ্যামনগর উপজেলা চত্ত্বরে এ যন্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মাকতার্ মোঃ আক্তার হোসেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা প্রমুখ। এসময় উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

যন্ত্রটি গ্রহণ করেন উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রামের কৃষক শেখ আইয়ুব আলী।