কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলার অসহায় দুস্থ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ শুক্রবার, মাজ পারুলিয়া ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শক্তিশালী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

সকাল ৯ টায় অনুষ্ঠিত উক্ত মেডিকেল ক্যাম্পে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেয়ার মিশনের উপদেষ্টা আলহাজ্ব রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, আরো উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস। চেয়ারম্যান জিএম স্পর্শ উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিনু।

 

 

উক্ত মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিন ক্যাম্পে সকাল ন’টা থেকে দুপুর একটা পর্যন্ত যত্নসহকারে রোগী দেখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডক্টর শরিফুল ইসলাম, সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডক্টর বিপ্লব মন্ডল, খুলনা ন্যাশনাল হাসপাতালের চিকিৎসক ডাক্তার আরাফাত আজম, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অহিদুজ্জামান, সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের ডাক্তার শামীম হোসেন, গাইনী বিশেষজ্ঞ সাতক্ষীরা মেডিকেল কলেজের চিকিৎসক ডাক্তার রেহানা বেগম। উক্ত মেডিকেল ক্যাম্পে সকাল ৯ টা থেকে ১ টা পর্যন্ত পাঁচশত জন রোগী ফ্রি চিকিৎসা সেবা নিন।

 

এছাড়াও সাতক্ষীরা মাদার তেরেসা ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।