আজিজুর রহমান, কেশবপুর (যশোর):
কেশবপুরে ছাগলে গাছের ফল খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মা ছেলে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদেরকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করা হয়েছে।এ ঘটনায় হামিদা বেগম বাদি হয়ে ৩ জনের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ।

থানার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার টিটাবাজিতপুর গ্রামের আশরাফ আলী সরদারের বাড়িতে লাগানো ডালিম গাছের ফল বৃহস্পতিবার ২৬ মে সাড়ে ১১ টার দিকে প্রতিবেশী মতিয়ার রহমান সরদারের ছেলে মুনছুর আলী সরদারের ছাগলে খায়। গাছের ফল খাওয়ার প্রতিবাদ করায় প্রতিপক্ষরা তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

 

এ সময় কথাকাটাকাটির একপর্যয়ে মুনছুর আলী সরদার,মিন্টু সরদার ও মিন্টুর সরদারের স্ত্রী রুপা বেগম মিলে বাঁশের লাঠি দিয়ে আব্দুর রহমান সরদার(২৩)ও তার মা হামিদা বেগম(৪৫)কে মারপিট করে আহত করে।

 

এব্যাপারে মুনছুর আলী সরদারের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান,আমরা তাদেরকে মারপিট করনি।এব্যাপারে কেশবপুর থানার এস আই মাহফুজ বলেন,অভিযোগ পেয়েছি,তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।