দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান অসহায় শীতার্ত মানুষদেরকে শীতবস্ত্র বিতরন করেছেন। শুক্রবার ৩ডিসেম্বর সন্ধ্যার পরে ইউএনও মোঃ আসাদুজ্জামান উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রাস্তার পাশে হতদরিদ্র ছিন্নমূল মানুষদেরকে এই শীতবস্ত্র বিতরন করেন।
উপজেলার বিভিন্ন এলাকার শতাধিকের বেশি অসহায় ছিন্নমূল মানুষদেরকে শীতবস্ত্র বিতরনকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন তার সাথে ছিলেন।
এবিষয়ে ইউএনও মোঃ আসাদুজ্জামান জানান, বর্তমানে প্রচন্ড ঠান্ডার মধ্যে অসহায় ছিন্নমূল হতদরিদ্র মানুষগুলো শীতে কষ্ট পাচ্ছে। এই সময়ে তাদের পাশে দাড়ানো সকলের উচিত। যাতে আমরা সবাই মিলে এই মানুষদের পাশে থাকতে পারি সেজন্য তিনি সকলকে আহবান জানান।
ইউএনও সমাজের সকল বিত্তবান মানুষদের অসহায় দুঃখী মানুষের সাহাযার্থে এগিয়ে আসার আহবান জানান। অসহায় মানুষগুলো শীতের মধ্যে ইউএনওকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
https://www.kaabait.com