• সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৪
সর্বশেষ :
নওগাঁয় যৌতুকের বলী গৃহবধূর মৃ ত্যুর বিচারের দাবিতে মানববন্ধন  বিএনপির নাম জড়িয়ে হিরো আলম হামলার নাটক সাজিয়েছেন : বাদশা মহম্মদপুরে নিজেস্ব অর্থায়নে সড়ক সংস্কার করলেন জুয়েল মহম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার-১  কিছু রাজ‌নৈ‌তিক দল প্রতি‌বেশী দে‌শের ফাঁদে পা দি‌য়ে‌ছে: তা‌রেক রহমান বড়দল কলেজিয়েটের অধ্যক্ষকে স্বপদে বহাল রেখে হাই কোর্টের স্টে অর্ডার শ্যামনগরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্ধ কোটি টাকা আত্মসাৎ অভিযোগে মানববন্ধন এশিয়া সুইটস’র পরিচালকের বাড়ি থেকে ৬৬৩ রাউন্ড কার্তু্‌জসহ একনলা বন্দুক উদ্ধার বগুড়ায় বিস্তৃর্ণ মাঠজুড়ে আমনের সবুজের সমারোহ দেবহাটার নাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

আবারও বিবর্ণ মুস্তাফিজ মুম্বাইয়ের মাঠে

প্রতিনিধি: / ৮৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফিরে আবারও বিবর্ণ মুস্তাফিজুর রহমান। মুম্বাইয়ের এই মাঠে নামলে যেন বাজে দিন কাটাতে হয় বাংলাদেশের বোলারকে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তেমনই একটি দিন কাটালেন তিনি। স্পর্শ করলেন স্বীকৃত টি-টোয়েন্টিতে নিজের সবচেয়ে খরুচে বোলিং। আইপিএলে রোববার ৪ ওভারে ৫৫ রান দিয়ে এক উইকেট নেন মুস্তাফিজ। ২০১৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও ৫৫ রান দেন তিনি। সেবার মুম্বাইয়ের হয়ে খেলতে নেমে পাননি কোনো উইকেট। টি-টোয়েন্টিতে এর চেয়ে বেশি রান আর কখনও দেননি চেন্নাই সুপার কিংসের এই পেসার। মুস্তাফিজের বাজে দিনে অবশ্য ২০ রানে জিতেছে তার দল চেন্নাই। ২০৬ রানের পুঁজি গড়ে মুম্বাইকে তারা থামিয়ে দিয়েছে ১৮৬ রানে। বিশাল লক্ষ্য তাড়ায় মুম্বাইকে টানেন রোহিত শার্মা। দুর্দান্ত ব্যাটিংয়ে ১০৫ রানের ইনিংস খেলেন এই ওপেনার। তার ৬৩ বলের ইনিংস গড়া ৫ ছক্কা ও ১১ চারে। টি-টোয়েন্টিতে রান তাড়ায় এই প্রথম অপরাজিত থাকার পরও দলকে জেতাতে ব্যর্থ হলেন তিনি। চলতি মৌসুমে এটি রোহিতের প্রথম সেঞ্চুরি, আইপিএলে যা কেবল তার দ্বিতীয়। সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে করলেন অষ্টম সেঞ্চুরি। মুম্বাইয়ের রান তাড়ায় ইনিংসের দ্বিতীয় ওভারে আক্রমণে আসা মুস্তাফিজ প্রথম বলেই চার হজম করেন। পায়ের ওপরের বল ফ্লিক করে ফাইন লেগ দিয়ে বাউন্ডারিতে পাঠান রোহিত। নিয়ন্ত্রিত বোলিংয়ে পরের পাঁচ বলে ৪ রান দেন তিনি। ওভার থেকে আসে ৮ রান। পাওয়ার প্লেতে ফের তার হাতে বল তুলে দেয় চেন্নাই। এবারও খরুচে বোলিং করেন তিনি। পঞ্চম ওভার করতে এসে ১৫ রান দেন মুস্তাফিজ। প্রথম বলে মিড-অফ ফিল্ডারের মাথার ওপর দিয়ে চার মারেন রোহিত। পরেরটি স্কয়ার লেগ দিয়ে গ্যালারিতে ফেলেন মুম্বাই ওপেনার। পরের তিন বলে আসে এক রান। শেষ বলে মুস্তাফিজকে চার হাঁকান ইশান কিষান। প্রথম দুই ওভারে রান বিলানো মুস্তাফিজ ডেথ ওভারে এসেও ভোগেন ছন্দ খুঁজে পেতে। সপ্তদশ ওভারে এক উইকেট নেন তিনি, তবে রান দেন ১৯। ওভারের প্রথম বলেই তাকে ছক্কায় ওড়ান টিম ডেভিড। পরের বল হয় ওয়াইড, দ্বিতীয় বৈধ বলে তাকে আবার গ্যালারিতে ফেলেন ডেভিড। ফের ছক্কায় চেষ্টায় পরের বলে লং-অফে ধরা পড়েন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। পঞ্চম বলটি ফুলটস পেয়ে লং-অফ দিয়ে চার মারেন রোহিত। নিজের কোটার শেষ ওভারের শুরুটা ভালোই করেন মুস্তাফিজ। প্রথম পাঁচ বলে ৭ রান দেন তিনি। কিন্তু শেষ বলে তাকে লেগ সাইড দিয়ে ছক্কা মারেন রোহিত। ওভার থেকে আসে ১৩ রান। ইনিংসের শেষ ওভারে মাথিশা পাথিরানাকে চার মেরে সেঞ্চুরিতে পা রাখেন রোহিত। কিন্তু দলকে জেতাতে পারেননি ভারত অধিনায়ক। চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত বোলিং করেন পাথিরানা। ‘বেবি মালিঙ্গা’ নামে পরিচিতি পাওয়া এই পেসার ৪ উইকেট নেন ২৮ রান দিয়ে। পাথিরানার একটি উইকেটে অবদান আছে মুস্তাফিজের। থার্ডম্যান বাউন্ডারিতে সুরিয়াকুমার ইয়াদাভের দুর্দান্ত ক্যাচ নেন তিনি। প্রথম চেষ্টায় লাফিয়ে বল মুঠোয় জমান মুস্তাফিজ। বাউন্ডারির বাইরে চলে যাচ্ছেন দেখে বল উপরে ছুঁড়ে আবার ভারসাম্যে ফিরে লুফে নেন ক্যাচ। চেন্নাইকে দুইশ ছাড়ানো পুঁজি এনে দেওয়ার পথে পাঁচটি করে ছক্কা-চারে ৪০ বলে ৬৯ রান করেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ২ ছক্কা ও ১০ চারে ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেন শিভাম দুবে। ইনিংসের শেষ চার বলের জন্য ব্যাটিংয়ে নেমে হার্দিক পান্ডিয়ার ওপর ঝড় বইয়ে দেন মাহেন্দ্র সিং ধোনি। টানা তিন ছক্কার পর শেষ বলে দুই রান নেন তিনি। ৪ বলে ২০ রান করে অপরাজিত থাকেন চেন্নাইয়ের সাবেক অধিনায়ক।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com