• সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৩

আশাশুনিতে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষ‍্যে বর্ণাঢ‍্য র‍্যালি ও আলোচনা সভা 

বিএম আলাউদ্দীন আশাশুনি ব‍্যুরো / ১৩৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪
আশাশুনিতে বর্ণাঢ‍্য র‍্যালি ও আলোচনা সভা 

“তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ‍্যে বর্ণাঢ‍্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় সম্মিলিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর।

 

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ডাঃ এস এম নাইম হোসেন নয়ন, পিআইও মোঃ সোহাগ খান, এস আই শ‍্যামা প্রসাদ, প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দীন, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক সরমীন চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা আগামী ২০৪০ সালের মধ‍্যে বাংলাদেশকে তামাকমুক্ত দেশ হিসাবে গড়ে তোলার প্রত‍্যয় ব‍্যক্ত করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com