সাতক্ষীরার আশাশুনি উপজেলা হিট স্টোকে রবিউল ইসলাম নামের এক ব্যক্তি মৃত্যু হয়েছে। মৃত্যু ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে,আজ মঙ্গলবার সন্ধ্যায় আশাশুনি সদরের মৃত সাজেদ গাজী পুত্র রবিউল ইসলাম (৩৫) নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলামকে মৃত্যু ঘোষণা করেন।
এবিষয়ে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন বলেন- আমার জানা মতে রবিউল শারীরিক ভাবে একজন সুস্থ লোক ছিল,সন্ধ্যার আগে সে আমার সাথে দেখা করে গিয়েছিল। পরে শুনলাম বাসায় গিয়ে গরমে অসুস্থ বোধ করতে থাকে। অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার সাইফুল ইসলাম জানান-রবিউল ইসলাম নামের এক ব্যক্তিকে রাত আনুমানিক সাড়ে আটটার দিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে পৌছানোর পূর্বেই তিনি মারা গেছেন। তিনি আরো বলেন-প্রাথমিক আলামতে ধারণা করা হচ্ছে রবিউল ইসলাম নামের এই ব্যক্তির মৃত্যু হিট স্ট্রোক এর কারণে হয়েছে।
https://www.kaabait.com