• বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৪:৩২
সর্বশেষ :
শ্যামনগরে ড. মোঃ মনিরুজ্জামানের লিফলেট বিতরণ ও গণসংযোগ ইছামতী নদীর ভেড়িবাধে ভাঙ্গন পরিদর্শনে উপ-সচিব ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা না.গঞ্জে গ্রাম আদালত বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ ও মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ মহম্মদপুরে জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত মাগুরায় চড়া পেঁয়াজের বাজার, এক সপ্তার ব্যবধানে একশ দশ বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে থাকা ২৪জন জেলেসহ মাছ ধরার ট্রলার উদ্ধার পাইকগাছায় স্বামী-স্ত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুট আশাশুনিতে গ্রাম আদালতের ডিএমআইই প্রশিক্ষন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় খুলনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তালা সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আটক

আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ২২৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
আশাশুনি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আশাশুনি রিপোর্টার্স ক্লাব ক্রিকেট টিম বনাম আশাশুনি থানা পুলিশ ক্রিকেট টিমের মধ্যকার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে (১৮ ডিসেম্বর) আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার যৌথ আয়োজনে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ জাঁকজমকপূর্ণ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

 

খেলায় আশাশুনি থানা ক্রিকেট টিমের অধিনায়ক ওসি মোঃ নজরুল ইসলাম টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। থানা পুলিশের প্লেয়ার নাদিমের ৪৮ রানে ভর করে ১০ ওভারে ৪ উইকেটে ৯১ রানের টার্গেট দেয় আশাশুনি রিপোর্টার্স ক্লাবকে। ৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আশাশুনি রিপোর্টার্স ক্লাব ক্রিকেট টিম নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৭ রান করতে সক্ষম হয়। ফলে ১৪ রানের ব্যবধানে জয়লাভ করে আশাশুনি থানা ক্রিকেট টিম।

 

খেলায় ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন আশাশুনি থানা ক্রিকেট টিমের অধিনায়ক ওসি নজরুল ইসলাম। খেলা পরিচালনা করেন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আনিসুর রহমান ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শরিফুল ইসলাম। খেলায় ধারাভাষ্যে ছিলেন সমবায় অফিসার সন্যাসি মন্ডল ও আশরাফ হোসেন। খেলার শেষে রানার্স আপ টিমের পক্ষে অধিনায়ক রাবিদ মাহমুদ চঞ্চল, সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দীন ও চ্যাম্পিয়ান টিমের অধিনায়ক ওসি নজরুল ইসলাম পুরস্কার গ্রহন করেন। এসময় সকল প্লেয়ারকে মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার সদস্য বৃন্দ। খেলা চলাকালীন সময় বাদক দল মনোমুগ্ধকর বাদ্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com