• শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:০৭
সর্বশেষ :
তালায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে প্রতি পূজা মন্ডপের অনুকুলে সরকারী সহায়তা প্রদান দেবহাটা রিপোর্টার্স ক্লাবের ২ সদস্যকে বহিষ্কারের বিষয়ে ব্যাখ্যা শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সাতক্ষীরা পৌর বিএনপির মতবিনিময় সভা  ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করলেন নওগাঁ জেলা প্রশাসন বগুড়ায় ইউনিয়ন আ’লীগ নেতা গ্রেপ্তার ডুমুরিয়ায় জলাবদ্ধতায় মাছ চাষিদের কোটি কোটি টাকার ক্ষতি চরাঞ্চলে পতিত জমিতে মিষ্টিকুমড়া চাষে ব্যস্ত সময় করছেন কৃষকরা শ্যামনগরে দশম গ্রেডের দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান  ডুমুরিয়ায় সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন দেবহাটায় ইউএনওর বিভিন্ন মন্দির পরিদর্শন ও ভ্রাম্যমান আদালত পরিচালনা 

আয়ারল্যান্ড সিরিজ দিয়ে ফিরছেন রশিদ

প্রতিনিধি: / ১২৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪

স্পোর্টস: পিঠে সার্জারির পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নেই রশিদ খান। সেই ওয়ানডে বিশ্বকাপের পর থেকে আফগান অধিনায়ক ক্রিকেটের বাইরে রয়েছেন। দীর্ঘ বিরতির পর আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফিরতে যাচ্ছেন তিনি। দুই দলের টেস্ট সিরিজে একমাত্র টেস্টটি জিতেছে আয়ারল্যান্ড। চলমান ওয়ানডে সিরিজে অবশ্য আফগানরা ১-০ তে এগিয়ে। দ্বিতীয় ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। ১২ মার্চ শেষ ওয়ানডের পর ১৫ তারিখ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সেখানে নিজের ফেরার বার্তা দিয়ে রশিদ খান আফগান ক্রিকেট বোর্ডের দেওয়া এক ভিডিওতে বলেছেন, ‘পরিকল্পনা হচ্ছে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে দেশকে প্রতিনিধিত্ব করা। অনুশীলন চলমান রয়েছে। অনুশীলনের দ্বিতীয় দিনটিও ভালো কেটেছে। আশা করছি, আগামী কয়েকটি দিন ভালোই যাবে। যাতে আবার দলের জার্সি পরে দেশের জন্য ভালো কিছু এনে দিতে পারি।’ রশিদ আরও জানিয়েছেন, সর্বশেষ তিনমাস তার জন্য কঠিন ছিল। যেহেতু পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং সেটা প্রত্যাশার চেয়ে ধীর গতিতে অগ্রগতি হচ্ছিল, ‘বিগত তিনটা মাস আমার জন্য ছিল কঠিন। যেহেতু সার্জারি হয়েছে। সাত থেকে আট মাস পিঠের ইনজুরিতে ভুগেছি। চিকিৎসকরা তখন বিশ্বকাপের আগেই সার্জারির পরামর্শ দিয়েছিল। কিন্তু তখন বিশ্বকাপ খেলে সার্জারির সিদ্ধান্ত নেই। কারণ দেশের জন্য ইভেন্টটা ছিল অনেক বড়। আলহামদুলিল্লাহ আমি পুনরায় ফিরতে পারছি। এখন বেশ সুস্থ আছি। লক্ষ্য হচ্ছে মাঠে ফিরে দেশের জন্য সাফল্য-আনন্দের উপলক্ষ এনে দেওয়া।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com