ইসলামী আন্দোলন এমনি একটি সংগঠন নেতা নয় নীতির পরিবর্তন করতে চায়। ঘুষ দিয়ে যেমন ঘুষের পরিবর্তন হয় না দূর্নিতি দিয়ে দূর্নিতির পরিবর্তন করা যায় না তবে নীতি আদর্শের মাধ্যমে দেশ থেকে দূর্নিতি ঘুষ ধর্ষন পরিবর্তন করা সম্ভব।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেয়ার ভোটের মাধ্যমো দেশে পরবর্তী সরকার গঠন করতে চায়। যতদিন পর্যন্ত দেশে ইসলামী শাসন কায়েম না হবে ততদিন পর্যন্ত দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌছে দিতে হবে। দেশে যতবার সরকার ক্ষমতায় এসেছে কেউ এদেশের মানুষকে শান্তি দিতে পারেনি। বাংলাদেশ স্বাধীন হলেও দেশের মানুষ প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারেনি।
১৫ অক্টোবর বেলা ২টায় পাটকেলঘাটা ঐতিহাসিক ফুটবল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাটকেলঘাটা থানা শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথি হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম চরমোনাই প্রধান অতিথি হিসাবে উপরোক্ত কথা বলেন।
মহিবুল্লাহ খান রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও মুহাম্মাদ সোয়াইব হোসেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাও একেএম রেজাউল করিম, সহ সভাপতি মাও সরোয়ার আলম, সাধারন সম্পাদক প্রভাষক ওয়েজ কুরশী,মাও মাহমুদুল হাসান, মোহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান, মাও মুবাশীরুল ইসলাম তকী, মুফতি আবু জাফর ওসমানী, গাজী মো: আব্দুল্লাহ, মাও খায়রুল ইসলাম, মুফতি মনিরুল হক, মোশারাফ হোসেন আসাদুল হক প্রমুখ।