অর্থনীতি: ফরাসি বিলাসবহুল পণ্যের কোম্পানি এলভিএমএইচ উচ্চমূল্যের ঘড়ি বিপণন করে বৈশ্বিক বিলাসবহুল ঘড়ির বাজারে আধিপত্য বিস্তার করতে চায়। চলতি বছর বিলাসবহুল ঘড়ি বিক্রি করেই কোম্পানিটি প্রায় ৩০ বিলিয়ন ডলার আয় করবে বলে অনুমান করছে বাজার গবেষণা সংস্থা আইএমএআরসি গ্রæপ। সিএনবিসি’র এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। আইএমএআরসি গ্রæপ জানিয়েছে, বিশ্বব্যাপী বিলাসবহুল ঘড়ি বিক্রি করে চলতি বছর প্রায় ৩০ বিলিয়ন ডলার আয় করবে এলভিএমএইচ। তাছাড়া ২০৩২ সাল নাগাদ কোম্পানিটির ঘড়ির বাজার ৩৭ বিলিয়ন ডলারেরও বেশিতে দাঁড়াবে বলে আশা করা যাচ্ছে। কারণ সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী সম্পদমূল্য বাড়বে। পাশাপাশি দিনদিন জেনারেশন জেড ও মিলিনিয়ালদের আকর্ষণ বাড়ছে বিলাসবহুল ঘড়ির প্রতি। এদিকে ২০২৩ সালে এলভিএমএইচের অলঙ্কার ও ঘড়ি বিভাগের বিক্রি দাঁড়িয়েছিল ১১ দশমিক ৮ বিলিয়ন ডলারে। যা বছর ব্যবধানে বেড়েছে ৭ শতাংশ। বিলাসবহুল কোম্পানিটির বর্তমানে ১০টি ঘড়ির ব্র্যান্ড রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, টিএজি হুয়ের, হাবলট ও জেনিথ। পাশাপাশি ফ্যাশন ও জুয়েলারি ব্র্যান্ড যেমন লুই ভিতোঁ, বুলগারি ও ডিওর দামি ঘড়ি তৈরি করে থাকে। গত মাসেই কোম্পানিটির চেয়ারম্যান ও সিইও বার্নার্ড আর্নল্টের ২৯ বছর বয়সী ছেলে ফ্রেডরিক আর্নল্টকে এলভিএমএইচ ওয়াচ বিভাগের সিইও এর দায়িত্ব দেয়া হয়। এ বিভাগের অধীনেরই রয়েছে টিএজি হুয়ের, হাবলট ও জেনিথ ব্র্যান্ড। বিশ্লেষকদের ধারণা, গত বছর এই তিন ব্র্যান্ডের ঘড়ি বিক্রিই প্রায় ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। অত্যন্ত জনপ্রিয় মডেল ব্র্যান্ড টিএজি হুয়েরের নতুন ঘড়ির বাজারে এনেছেন ফ্রেডরিক আর্নল্ট। তিনি ব্র্যান্ডটিতে নতুনত্ব, আধুনিকায়ন এবং সৃজনশীল ডিজাইন আনার প্রতি মনোযোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া এলভিএমএইচ অন্যান্য ব্র্যান্ড অধিগ্রহণ করতে পারে বলেও ধারণা করছেন বিশ্লেষকরা। বিলাসবহুল ঘড়ির দ্রæত বর্ধনশীল অংশ নারীদের ঘড়ি এবং সেটি ঘিরে পরিকল্পনা করছে এলভিএমএইচ। কোম্পানির মোট বিক্রির প্রায় এক তৃতীয়াংশই নারীদের ঘড়ি। তাছাড়া সামাজিক মাধ্যমগুলোয় ঘড়ির বেশি প্রচারণা এবং নারীকেন্দ্রীক ডিজাইনের কারণে ঘড়ির বিক্রি ক্রমবর্ধমানভাবে বাড়ছে।
https://www.kaabait.com