
নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান উপজেলা যুবলীগের সক্রিয় কর্মী পৌর প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ীক সরদার ইমরানের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
রবিবার (১৭ই সেপ্টেম্বর) দুপুরের দিকে সরদার ইমরান ও তার সঙ্গীয় দুই সাংবাদিক কলারোয়া উপজেলাধীন রাজ হোটেলে দুপুরের খাওয়ার উদ্দেশ্যে যায়। এসময় প্রবেশ পথে বিএনপিপন্থী কথিত সাংবাদিক তরিকুল ইসলাম৷ রাসেল ও সেলিম হঠাৎ তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি হামলা চালায়।
উক্ত ঘটনায় সরদার ইমরান বলেন-আমি সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমান উপজেলা যুবলীগের সক্রিয় কর্মী, পৌর ছাত্রলীগের সভাপতি, নির্বাচিত পৌর প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সরকার পক্ষকর্মী। তাই সরকার বিরোধী কেউ কোন ধরনের কার্যক্রম করলে তার প্রতিবাদ করি। এহেন কর্মকান্ড দেখে কয়েক বার নিষেধ করি। কিন্তু তার পরেও আমার কথার মূল্যায়ন করে না। তারা বিভিন্ন সময়ে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি কাজে লিপ্ত থাকে।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে সুশীল সমাজে সাংবাদিক নামটাকে অপবিত্র করে আসছে। এসব বিষয়ে তাদের বুঝাতে গেলে সে বা তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে তার সঙ্গীয় লোকজন নিয়ে আমার উপর হামলা চালায় ।
তিনি আরো বলেন, আমি কলারোয়া থানায় তরিকুল ইসলামের নামে একটি অভিযোগ করেছি।
অভিযোগ সূত্রে জানা যায় পূর্বে থেকে তরিকুল ইসলাম -ইমরানকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। ঘটনার দিন সে প্রকাশ্যে হামলা চালায়। সে সময় সাথে থাকা সাংবাদিকরা তাকে উদ্ধার করতে গেলে তাদের ওপর ও ক্ষিপ্ত হয়। এমন অবস্থায় সেখানে উপস্থিত থাকা লোকজন সহ সাংবাদিক সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেএক্সে নিয়ে যায়।
এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করবো।