কলারোয়ায় তুচ্ছ ঘটনায় নারীকে পিটিয়ে জখম

নিজস্ব  প্রতিনিধি: সাতক্সীরার কলারোয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাসলিমা খাতুন(৩৮) নামের এক নারীকে পিটিয়ে জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে-শনিবার রাত রাত ৯টার দিকে উপজেলার হিজলদী গ্রামে। সে উপজেলার হিজলদী গ্রামের ইউনুচ আলীর স্ত্রী।

আহত তাসলিমা খাতুন জানান-তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের ইমান আলী, আশরাফ আলী, আয়শা খাতুন, শ্রবণী দলবদ্ধ হয়ে নিজ বাড়ীতে ঢুকে হামলা করে। ইমান আলীর সাথে কথাকাটি হলে তার হাতে থাকা চায়না টর্স লাইট দিয়ে মুখে আঘাত করে।

এসময় আহত তাসলিমা খাতুনের মুখ ফেটে রক্তাক্ত জখম হয়। এর পরে তার সাথে থাকা অন্যন্যেরাও এলোপাতাড়ী ভাবে কিল চড়, ঘুষি মেরে নিলাফোলা জখম করে। বর্তমানে আহত ওই নারীকে এলাকাবাসী
উদ্ধার করে শনিবার রাত ১০ টার দিকে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এঘটনায় ন্যয় বিচারের দাবীতে ওই নারী বাদি হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ করেছেন।