ব্রাহ্মণবাড়িয়ায় ৬ মাস বয়সী এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। সোমবার ভোররাতে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিকেলে বাড়ির পাশে খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশু নুসরাত জাহান তিথির মা স্বপ্না বেগম ও পিতা জিল্লুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতেও জিল্লুর রহমান ও স্বপ্না বেগম শিশু তিথিকে সঙ্গে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোররাতে ঘুমের মধ্যে শিশু তিথি কান্নাকাটি শুরু করে। এতে তিথির মা বিরক্ত হয়ে শিশুর মুখে কাপড় দিয়ে চেপে ধরেন। এর অল্প সময় পরই শিশুর কান্না থেমে যায়। পরে শিশুর কোনো সাড়াশব্দ না পেয়ে শিশুর পিতা বুঝতে পারেন শিশুটি মারা গেছে। তখন শিশুর মা-বাবা মিলে রাতেই শিশুর মরদেহ বাড়ির পাশে খালে ফেলে দিয়ে আসেন।
পরে সোমবার সকালে স্বপ্না বেগম তার কন্যা তিথিকে খুঁজে পাচ্ছেন না বলে চিৎকার শুরু করেন। পরে স্বজনরা শিশুকে কোথাও খুঁজে না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। পরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে, তদন্তে শিশু তিথির মা-বাবাকে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে মা-বাবার তথ্যমতে শিশুটিকে বিকেলে বাড়ির পাশে খাল থেকে উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাতেই শিশুর চাচা বাদী হয়ে সদর মডেল থানার একটি হত্যা মামলা করেছেন। মঙ্গলবার দুপুরে শিশুর মা ও বাবা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
https://www.kaabait.com