• সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:৩২
সর্বশেষ :
মণিরামপুরে ছোটস্ত্রীকে জ বা ই করে হ ত্যার অভিযোগ দেবহাটার সখিপুরে তুচ্ছ ঘটনায় ভাই ও তার স্ত্রী পুত্রের মারপিটে জ খ ম, হাসপাতালে ভর্তি খুমেক হাসপাতালে সাংবাদিককে মারধরের অ ভি যো গ শ্যামনগরে জনবসতি এলাকায় আগুনে শুকানো হচ্ছে কাচামাছ,শ্বাসকষ্টসহ মহা মা রীর আশাংকা মির্জাপুরে গরু বোঝাই আলমসাধু উল্টে চালক নি হ ত, আ হ ত ভাতিজা পাটকেলঘাটায় ব্যোরো মৌসুমে ধান চাল সংগ্রহের শুভ উদ্বোধন ডুমুরিয়ায় শোলমারি সুইসগেট ও ভরাট নদী পরিদর্শনে খুলনা জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম ঘা ত ক পরিবহন কেড়ে নিল মা ছেলে প্রাণ ডুমুরিয়ায় মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির বিলিং রিডিং সহকারী শ্যামলীর বিরুদ্ধে অসৎ আচরণ অনিয়ম ও দু র্নী তির অভি যো গ

কাবরেরা প্রস্তুতি প্রসঙ্গে যা বললেন

প্রতিনিধি: / ১৫৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

স্পোর্টস: ফিলিস্তিন ম্যাচের আর দিন পাঁচেক বাকি। সৌদি আরবে ফুটবলারদের দিন পনেরোর প্রস্তুতি ক্যাম্প শেষ হয়ে যাচ্ছে আজই। ২১ মার্চের ম্যাচ সামনে রেখে আজ রোববার তাঁরা কুয়েত রওনা হবেন। পরশু রাতে সুদানের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচটিও খেলে ফেলেছে হাভিয়ের কাবরেরার দল। সেই ম্যাচে ৩-০ গোলে হারলেও দল ফিলিস্তিন লড়াইয়ের জন্য তৈরি বলেই মনে করছেন বাংলাদেশ কোচ। ‘সুদান ও ফিলিস্তিন অনেকটা একই মাপের দল। বিশেষত শারীরিক দিক দিয়ে। আমাদের ছেলেরা এই ম্যাচেও সেই কঠিন পরীক্ষা দিয়েছে। আমি খুশি যে তারা দারুণ লড়াই করেছে। সুদান যথেষ্ট আগ্রাসী ফুটবল খেলেছে, যার ফলে বিল্ডআপের ক্ষেত্রেও আমাদের কিছুটা সমস্যা হয়েছে। তবে সব মিলিয়ে বলব, দুটি ম্যাচই আমাদের জন্য ইতিবাচক ছিল’, বলেছেন হাভিয়ের কাবরেরা। সৌদি আরবে যাওয়ার আগে বলেছিলেন ফিলিস্তিনের মুখোমুখি হতে হলে নিজেদের আরো এক ধাপ ওপরে তুলতে হবে ফুটবলারদের। সেই লক্ষ্য পূরণ হয়েছে বলেও জানিয়েছেন স্প্যানিশ এই কোচ, ‘সৌদি আরবে এই ক্যাম্প এবং ম্যাচ দুটি ফুটবলারদের জন্য অসাধারণ অভিজ্ঞতা ছিল। আমি বলতে পারি, যে অবস্থায় আমরা এখানে এসেছিলাম সেখান থেকে আরো ভালো দল আমরা এখন।’ সৌদি আরবের এই ক্যাম্প নিয়ে এর আগে ফুটবলাররাও ইতিবাচক মত দিয়েছেন। নিবিড়, কঠোর অনুশীলন বলতে যা বোঝায় সেটিই হয়েছে সেখানে। ক্যাম্পে নতুন যোগ দেওয়া ফুটবলারদের জন্যও যা ছিল একেবারে নতুন অভিজ্ঞতা। ক্লাব ফুটবলের সঙ্গে যা তাঁরা একেবারেই মেলাতে পারেননি। চার দিন আগে দুই দলের প্রথম প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছিল গোলশূন্যভাবে। র‌্যাংকিংয়ে ১২৭ নম্বরে থাকা দলটির বিপক্ষে পরের ম্যাচটায় আর জাল অক্ষত রাখতে পারেননি কাবরেরার শিষ্যরা। তবে রুদ্ধদ্বার এই ম্যাচে ফলটাকে গৌণ হিসেবে ধরছেন বাংলাদেশ কোচ, সেটা শুরু থেকেই। প্রথম ম্যাচের মতো এদিনও দলের বেশির ভাগ ফুটবলারকে সুযোগ দিয়েছেন। এদিন হয়তো নিজের সেরা একাদশটাও বেছে নিয়েছেন তিনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com