• সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩২
সর্বশেষ :
নওগাঁয় যৌতুকের বলী গৃহবধূর মৃ ত্যুর বিচারের দাবিতে মানববন্ধন  বিএনপির নাম জড়িয়ে হিরো আলম হামলার নাটক সাজিয়েছেন : বাদশা মহম্মদপুরে নিজেস্ব অর্থায়নে সড়ক সংস্কার করলেন জুয়েল মহম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার-১  কিছু রাজ‌নৈ‌তিক দল প্রতি‌বেশী দে‌শের ফাঁদে পা দি‌য়ে‌ছে: তা‌রেক রহমান বড়দল কলেজিয়েটের অধ্যক্ষকে স্বপদে বহাল রেখে হাই কোর্টের স্টে অর্ডার শ্যামনগরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্ধ কোটি টাকা আত্মসাৎ অভিযোগে মানববন্ধন এশিয়া সুইটস’র পরিচালকের বাড়ি থেকে ৬৬৩ রাউন্ড কার্তু্‌জসহ একনলা বন্দুক উদ্ধার বগুড়ায় বিস্তৃর্ণ মাঠজুড়ে আমনের সবুজের সমারোহ দেবহাটার নাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

কুতুবদিয়ায় ওলুহালী খাল ভরাট ব‌ন্ধে প্রশাসনের নির্দেশ

প্রতিনিধি: / ১৩১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ কুতুবদিয়া ধুরুংবাজা‌রের উত্তর পা‌শে প্রবাহমান ওলুহালী খাল দখল করে ভরাট ব‌ন্ধের নির্দেশ দি‌য়ে‌ছেন প্রশাসন। উত্তর ধুরুং ই‌উ‌পি চেয়ারম‌্যান আব্দুল হা‌লিম‌ সিকদার‌কে ব‌ন্ধের এ নি‌র্দেশ দেন  কুতুবদিয়া এসিল্যান্ড জর্জ মিত্র চাকমা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ওলুহালী খাল রক্ষার দাবিতে এলাকার বাসিন্দারা এসিল্যান্ড বরাবর স্মারকলিপি দিলে তিনি খাল ভরাটের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নিবেন বলে জানান।
তিনি বলেন, উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আবদুল হালিমকে উক্ত স্থানে কোন ধরনের কাজ না করতে  নি‌র্দেশ‌ দেয়া হ‌য়ে‌ছে।
এলাকাবাসীর পক্ষে নাথ পাড়ার সবুজ নাথ জানান, ওলুহালী খাল কুতুবদিয়ার প্রবাহমান একটি খাল। এই খাল কয়েক শতাধিক পরিবারের আয়ের উৎস। লবণ চাষের একমাত্র মাধ্যম। বর্ষায় পানি নিষ্কাশনের একমাত্র পথ। দখল দূষনে খালটি ভরাট হয়ে যাচ্ছে। খালটি দক্ষিণ ধুরুং ইউনিয়নের অংশ। কিন্তু জোরপূর্বক ভরাট করে দখল করছেন উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আবদুল হালিম।
স্থানীয় বা‌সিন্দা মো:শাহজাহান ব‌লেন, ওলুহালী খাল রক্ষার দা‌বি নি‌য়ে নি‌য়ে জেলা প্রশাসক‌কে লি‌খিত অ‌ভি‌যোগ দি‌য়ে‌ছেন। হা‌লিম চেয়ারম‌্যান জনস্বা‌র্থের নাম ক‌রে প্রবাহমান খাল ভরাট ক‌রে পার্ক, সিএন‌জি স্টেশন ইত‌্যা‌দির বাহানা ক‌রে দখ‌লের চেস্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে। এ‌টি আমরা হ‌তে দেব না।
এ ব্যাপারে বাপা কুতুবদিয়ার সভাপতি নজরুল ইসলাম বলেন, আমরা বাপার নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। ওলুহালী খাল রক্ষায় প্রত্যক্ষভাবে এলাকার জনগণকে সঙ্গে নিয়ে মানববন্ধন করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করে‌ছি। জেলা বাপা বিষয়টি নিয়ে কাজ করছেন বলে জানান তিনি।
জেলা বাপা’র  সাধারণ সম্পাদক ক‌লিম উল্লাহ ক‌লিম ব‌লেন, সওজ,সরকা‌রি ও ব‌্যক্তি মা‌লিকানা জ‌মিতে চলমান খাল‌টি ভরা‌টের বিষ‌য়ে তারা জেলা প্রশাস‌কের সা‌থে দেখা ক‌রে‌ছেন।  জেলা প্রশাসক খাল‌টি ভরাট ব‌ন্ধে‌ নি‌র্দেশনা দি‌য়ে নির্বা‌হি কর্মকর্তা‌কে অব‌হিত ক‌রে‌ছেন ব‌লে তা‌দের জা‌নি‌য়ে‌ছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com