বিনোদন: ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে শহীদ কাপুর এবং কৃতী শ্যানন অভিনীত সিনেমা ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’। সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় পার করছেন এই জুটি। সিনেমায় সিফরা নামের একটি রোবটের ভূমিকায় অভিনয় করেছেন কৃতি। আর এই রোবটের প্রেমে পাগল বিজ্ঞানী শহীদ কাপুর। সম্প্রতি সিনেমাটির প্রচারে গিয়ে ডিপফেক ভিডিও নিয়ে কথা বলেছেন শহীদ কাপুর। ডিপফেক প্রযুক্তি বা এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে তারকাদের নিয়ে তৈরি করা আপত্তিকর ভিডিও, এআই এর অপব্যবহার বলে মনে করছেন এই অভিনেতা। তিনি বলেন, ‘মানুষের তৈরি এবং ঈশ্বরের তৈরির মধ্যে পার্থক্য রয়েছে। মানুষ নিজেই এসব সমস্যা তৈরি করে এআই-এর ওপর দোষ চাপিয়ে দিচ্ছে। আমরা সামাজিক মাধ্যমে এমন এমন জিনিস তুলে ধরছি, যা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। তারপর একজন ব্যক্তিকে হতাশার দিকে নিয়ে যাই। মানুষের তৈরি এবং ঈশ্বরের তৈরির মধ্যে পার্থক্য রয়েছে এটা আমরা আমাদের ছবিতে খুব সূক্ষ্মভাবে তুলে ধরেছি।’
https://www.kaabait.com