মোশতাক আল মেহেদী
মাঝেমধ্যে বসে থাকি ঘাসে
সময় ঘাড়ের কাছে শ্বাস ফেলে কাশে
বলে – তুই কি নবীন খোকা?
নাকি বুড়ো বয়সের বোকা!
যত বলি সবুজ আমাকে তরুণ করেছে
ওরা বলে তোর মাথা পোকায় ধরেছে,
যেখানে সেখানে একা একা যাস
সময় তো মোটে বারো মাস
তারপরে যদি হও বিছানার সাথী
কে তোমার বন্ধু হয়ে জানাবে প্রতীতি?