স্পোর্টস: হায়দরাবাদ টেস্ট শুরুর আগে হুট করে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ান বিরাট কোহলি। দ্বিতীয় ম্যাচেও তাকে পায়নি ভারত। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের বাকি সময়েও তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল। শনিবার দল ঘোষণার পর পরিষ্কারভাবে জানা গেলো, ডানহাতি ব্যাটারকে এই সিরিজে আর পাওয়া যাবে না। কোহলির সঙ্গে শ্রেয়াস আইয়ারও বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না। মূলত ফর্মে না থাকার কারণে আইয়ারের জায়গা হয়নি। যদিও দ্বিতীয় টেস্টের দুই দিন পর ব্যাক স্পাজমে তার পড়ার কথা শোনা গিয়েছিল। কিন্তু তাকে মাঠে নামার ছাড়পত্র দেওয়া হয়েছিল। হায়দরাবাদে ৩৫ ও ১৩ এবং বিশাখাপত্তমে ২৭ ও ২৯ রান করেন রাহুল। স্পেনের বিপক্ষে ভারতের অন্যতম সেরা ব্যাটার হিসেবে পরিচিত এই ক্রিকেটার ডিফেন্স ও স্ট্রোকপ্লে- দুটোতেই ভুগছেন। শেষ তিন টেস্টের দলে নতুন মুখ আকাশ দীপ। বাংলার এই সিমার ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে তিন ম্যাচের লাল বলের সিরিজে মুগ্ধ করেছেন তিনি। ১৮.৭২ ইকোনমি রেটে ১১ উইকেট নিয়ে ভারত ‘এ’ দলের শীর্ষ বোলার ছিলেন। এ ছাড়া ভারতের এশিয়ান গেমস জয়ী স্কোয়াডে ছিলেন দীপ এবং দক্ষিণ আফ্রিকায় রাহুলের নেতৃত্বাধীন ভারতের স্কোয়াডেও তার নাম ছিল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ বর্তমানে ১-১ এ সমতায়। ১৫ ফেব্রæয়ারি রাজকোটে শুরু হবে তিন নম্বর টেস্ট। ২৩ ফেব্রæয়ারি রাঁচিতে হবে চতুর্থ ম্যাচ। ৭ মার্চ ধর্মশালায় হবে শেষ টেস্ট। ১৭ জনের দলে রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুলের জায়গা হয়েছে। কিন্তু বিসিসিআই মেডিকেল টিমের ফিটনেস ক্লিয়ারেন্স বিবেচনায় তাদের পাওয়া যাবে। হ্যামস্ট্রিং ইনজুরিতে জাদেজা ও কোয়াড নিগলে রাহুল দ্বিতীয় টেস্টে খেলেননি।
https://www.kaabait.com