সরোজমিনে গেলে বিধান দাশ, প্রলয় দাশ, অভয় দাশ, আসিত দাশ সহ অনেকে জানান, গ্রামের মাঝখানে একটি পুকুর বিদ্যমান। পুকুরের উত্তর দিকে একটি রাস্তা চলে গিয়েছে পুকুরটির মালিক মেম্বর সুবীর দাস ও তার ভাইয়েরা । বর্তমানে পুকুরের উত্তর দিকের রাস্তাটি ভেঙে প্রায় পুকুরের মধ্যে, পশ্চিম দিকে রাস্তাটিও প্রায় সবটুকু পুকুরের মধ্যে। বর্তমানে রাস্তাটি দিয়ে ভ্যান, সাইকেল, কেনভাবেই যাওয়া যাচ্ছেন। পুকুর থেকে প্রতিবছর হাজার হাজার টাকার মাছ বিক্রি করছে, কিন্তু পুকুরটি সংস্কারের জন্য আজ পর্যন্ত তারা কোন পদক্ষেপ গ্রহণ করেনি মেম্বর সুবীর বলে অভিযোগ তাদের।
তারা আরো বলেন, বিষয়টি নিয়ে তারা একাধিক বার ইউপি সদস্যের বাড়ি গেলে তিনি জানিয়েছে পুকুরে পাড় বাঁধা এবং রাস্তা নির্মানের দ্বায়িক্ত সরকারের এখানে আমার করনীয় কিছুই নেই।
এমন অবস্তায় জনসাধারণের চলাচলের রাস্তার বেহাল দশা থেকে মুত্তি পেতে তারা সংক্নিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
এ বিষয়ে খলিষখালী ইউপি সদস্য সুবীর দাশ জানান, বর্তমানে কোন বরাদ্দ থাকায় সংষ্কার করা সম্ভব হচ্ছেনা। বরাদ্দ পেলে দ্রুত রাস্তা সংষ্কার করা হবে বলে জানান তিনি।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাসেল জানান, বিষয়টি তার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখে যদি রাস্তা সংষ্কার করা জরুরী হয় তবে ব্যাবস্থা নেওয়া হবে।
https://www.kaabait.com