• বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৪:২৭
সর্বশেষ :
শ্যামনগরে ড. মোঃ মনিরুজ্জামানের লিফলেট বিতরণ ও গণসংযোগ ইছামতী নদীর ভেড়িবাধে ভাঙ্গন পরিদর্শনে উপ-সচিব ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা না.গঞ্জে গ্রাম আদালত বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ ও মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ মহম্মদপুরে জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত মাগুরায় চড়া পেঁয়াজের বাজার, এক সপ্তার ব্যবধানে একশ দশ বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে থাকা ২৪জন জেলেসহ মাছ ধরার ট্রলার উদ্ধার পাইকগাছায় স্বামী-স্ত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুট আশাশুনিতে গ্রাম আদালতের ডিএমআইই প্রশিক্ষন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় খুলনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তালা সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আটক

জাতি বিনির্মাণে শিক্ষকদের অবদান সর্ব সর্ববৃহৎ : দেবহাটা ইউএনও

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৯৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেছেন, জাতি বির্নিমানে শিক্ষকদের অবদান সর্ববৃহৎ। একজন আদর্শ শিক্ষকের দ্বারাই একটি আদর্শ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠতে পারে। তাই পিতামাতার পরই শিক্ষকদের সম্মান সবাইকে বজায় রাখতে হবে।

 

উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে রবিবার সকাল ১১টায় উপজেলার সকল কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে বিশ্ব শিক্ষক দিবসের বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

 

সখিপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষ মাওঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইউএনও মিলন সাহা আরো বলেন, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা কোন না কোন শিক্ষকের ছাত্র।

 

দেশকে আরো উন্নত করতে হলে যেমন শিক্ষকদেরকে সুপরামর্শক, সুচিন্তক ও সুপরামর্শক হতে হবে তেমনি শিক্ষকদের ন্যায্য দাবি দাবা পূরণে সরকারকে এগিয়ে আসতে হবে।

 

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন হাজী কেয়ামউদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যাপক নজরুল ইসলাম, সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজের মোঃ আবু তালেব, কোমরপুর দাখিল মাদ্রাসার মাওলানা অলিউল ইসলাম ও পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত মাদ্রাসার শিক্ষক তবিবুর রহমান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com