বিনোদন: আগামী ৩ মার্চ ভারতের কলকাতা মাতাবেন ‘নগর বাউল’ খ্যাত রকস্টার মাহফুজ আনাম জেমস। প্রায় পাঁচ বছর পর সেখানে কনসার্ট করতে যাচ্ছেন তিনি। ‘পুজোওয়ালাদের গান-পুজো’ শীর্ষক এই কনসার্টের আয়োজন করছে ‘ফোরাম ফর দুর্গোৎসব’। আয়োজক সংস্থার ফেসবুকে পেজে কনসার্টের পোস্টার শেয়ার করা হয়েছে। আয়োজক সংস্থা সূত্র জানায়, ৩ মার্চ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে গাইবেন জেমস। কনসার্টে নগর বাউল ছাড়াও পারফর্ম করবে কলকাতার ব্যান্ড ‘ফসিলস’। এই ব্যান্ডের প্রধান রূপম ইসলামও জেমসের ভক্ত ও অনুরাগী। এর ফলে গানে গানে দুই বাংলার পাশাপাশি দুই তারকার মেলবন্ধনের সাক্ষীও হবেন কলকাতাবাসী। আয়োজকেরা কনসার্টের ট্যাগ লাইন রেখেছে ‘দুই বাংলার মেলবন্ধন’। আয়োজক সংস্থা কর্তৃপক্ষ আরও জানায়, ৩ মার্চ বিকাল ৫টায় শুরু হওয়া কনসার্ট চলবে মধ্যরাত পর্যন্ত। কলকাতার মঞ্চে জেমস ‘কবিতা’, ‘বিজলী’, ‘মিরাবাঈ’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘তারায় তারায়’, ‘গুরু’, ‘ভিগি ভিগি’সহ বেশ কিছু গান পরিবেশন করবেন।
https://www.kaabait.com