• বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৫
সর্বশেষ :
God Mode pour Windows 10 ➤ Accédez facilement à tous les réglages Bluetooth Driver for Windows 10 ➤ Téléchargez et Installez Facilement সরকারি জমি দখল করে আওয়ামী লীগ নেতা রফিক খানের মার্কেট নির্মান; দ্রুত উচ্ছেদের দাবী আশাশুনিতে হ ত্যা মামলার আসামী ডাবলুসহ তার বাহিনীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন  বগুড়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা খুলনায় গ্রান্ট উইন্ডোর গবেষণা কার্যক্রমের অগ্রগতি বিষয়ক মতবিনিময় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খু ন সন্দেহে একজনকে পিটিয়ে হ ত্যা নওগাঁ মান্দায় কৃষক হ ত্যা’র দায়ে ২৬জনের যাবজ্জীবন কা রা দ ন্ড দুঃশাসনের কবল থেকে দেশ ও জাতি মুক্ত হয়েছে : সাবেক সংসদ মোশারফ হোসেন বৃহত্তর বগুড়া সমিতির আহ্বায়ক মুকুল, সদস্য সচিব টিটু

জয়সওয়াল ইংল্যান্ডের জন্য হুমকি: ভন

প্রতিনিধি: / ১২৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: ছন্দে থাকলে ব্যাট হাতে কতটা ভয়ঙ্কর ইয়াশাসবি জয়সওয়াল, এর প্রমাণ অনেকবারই দিয়েছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজেও দুর্দান্ত পারফরম্যান্স করছেন ভারতের বিস্ফোরক এই ওপেনার। পরের ম্যাচগুলোতেও ইংলিশদের জন্য হুমকি হতে পারেন বাঁহাতি এই ব্যাটসম্যান, মনে করছেন মাইকেল ভন। তাই উত্তরসূরিদের সতর্ক করে দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। ইংল্যান্ডের বিপক্ষে হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে আগ্রাসী ব্যাটিংয়ে ৮০ রান করেন জয়সওয়াল। পরের টেস্টে ভারতের জয়ের নায়কদের একজন ছিলেন তিনি। বিশাখাপাতœামে ২৯০ বলে ২০৯ রানের চমৎকার এক ইনিংস খেলেন এই তরুণ। গত বছর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট অভিষেকে ১৭১ রানের ইনিংস খেলেন জয়সওয়াল। ভারতের হয়ে সেঞ্চুরি আছে তার টি-টোয়েন্টিতে। আইপিএলেও পেয়েছেন তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া। ইংল্যান্ড সিরিজে ক্যারিয়ারের ষষ্ঠ টেস্টেই পেয়ে গেছেন তিনি ডাবল সেঞ্চুরির স্বাদ। সিরিজে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৩২১ রান জয়সওয়ালের। ব্যাটিং গড় ৮০.২৫, স্ট্রাইক রেট ৭৫.৩৫। তিনশ রান করতে পারেননি আর কেউ। প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ সফল জয়সওয়াল। এখন পর্যন্ত ২১ ম্যাচে ৭৩ গড়ে করেছেন ২ হাজার ৪৮২ রান। তার নামের পাশে ৪ ফিফটির সঙ্গে সেঞ্চুরি ১১টি। এই সংস্করণে ফিফটিকে সেঞ্চুরিতে রূপান্তর করার হারে সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত স্যার ডন ব্র্যাডম্যানের চেয়ে এগিয়ে তিনি! প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১১৭ সেঞ্চুরি ও ৬৯ ফিফটি করেছেন ব্র্যাডম্যান। তার ফিফটিকে সেঞ্চুরিতে রূপান্তর করার হার প্রায় ৬৩ শতাংশ। আর জয়সওয়ালের এই হার ৭৩ শতাংশের বেশি। জয়সওয়াল যে ছন্দে আছেন, তা যেকোনো প্রতিপক্ষের জন্য ভাবনার কারণ। স¤প্রতি এক পডকাস্টে ইংল্যান্ডকেও সেটি মনে করিয়ে দিলেন ভন। “আমি বলব, সে (জয়সওয়াল) ইংল্যান্ডের জন্য সমস্যা। অসাধারণ এক ক্রিকেটার সে। তার সঙ্গে আমার মুম্বাইয়ে দেখা হয়েছিল এবং পরদিন আইপিএলে সে সেঞ্চুরি করেছিল। এখন সে বিশ্বের সেরা দলের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছে।” ভারত ও ইংল্যান্ডের পাঁচ টেস্টের সিরিজটি এখন ১-১ সমতায়। দুই দলের তৃতীয় টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার, রাজকোটে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com