• শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:২০
সর্বশেষ :
তালায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে প্রতি পূজা মন্ডপের অনুকুলে সরকারী সহায়তা প্রদান দেবহাটা রিপোর্টার্স ক্লাবের ২ সদস্যকে বহিষ্কারের বিষয়ে ব্যাখ্যা শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সাতক্ষীরা পৌর বিএনপির মতবিনিময় সভা  ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করলেন নওগাঁ জেলা প্রশাসন বগুড়ায় ইউনিয়ন আ’লীগ নেতা গ্রেপ্তার ডুমুরিয়ায় জলাবদ্ধতায় মাছ চাষিদের কোটি কোটি টাকার ক্ষতি চরাঞ্চলে পতিত জমিতে মিষ্টিকুমড়া চাষে ব্যস্ত সময় করছেন কৃষকরা শ্যামনগরে দশম গ্রেডের দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান  ডুমুরিয়ায় সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন দেবহাটায় ইউএনওর বিভিন্ন মন্দির পরিদর্শন ও ভ্রাম্যমান আদালত পরিচালনা 

টম ক্রুজ নতুন প্রেমে মশগুল

প্রতিনিধি: / ১৪০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: বিশ্বজুড়ে পরিচিত নাম টম ক্রুজ। হলিউড এই সুপারস্টারের ভক্ত-অনুরাগী বিশ্বের প্রতিটি কোনায়। পর্দায় টম ক্রুজের অ্যাকশন দেখার জন্য দীর্ঘ প্রতীক্ষায় থাকেন দর্শকরা। তবে পর্দায় ধুন্ধুমার অ্যাকশন করলেও, বাস্তব জীবনে বড্ড বেশি রোমান্টিক এই সুপারস্টার। টমের প্রেম, বিয়ে ও ডেটিং জীবন ঈর্ষণীয় বলা যায়। ব্যক্তিজীবনে মিমি রজার্স, নিকোল কিডম্যান এবং কেটি হোমসকে বিয়ে করেছিলেন টম। এ ছাড়া অভিনেত্রী হেইলি অ্যাটওয়েল, গায়িকা শের, মেলিসা গিলবার্টসহ আরো অনেক তারকার সঙ্গে ডেটিং করেছেন টম। অতিস¤প্রতি শাকিরার সঙ্গেও ডেটিংয়ের গুঞ্জন উঠেছিল এই সুপারস্টারের। তবে বর্তমানে ৬১ বছর বয়সী হলিউড তারকা টম ক্রুজের জীবনে নতুন প্রেম এসেছে। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে ৩৬ বছর বয়সী রাশিয়ার সাবেক মডেল এলসিনা কারোভার সঙ্গে টম ক্রুজের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে। স¤প্রতি দুজনকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে। এবার এক নৈশ ভোজে দেখা গেল এই জুটিকে। টম ও এলসিনাকে লন্ডনের একটি চ্যারিটি নৈশ ভোজে দেখা গেছে। সেই ভোজে ব্রিটিশ যুবরাজ প্রিন্স উইলিয়ামও ছিলেন। এই দম্পতির ঘনিষ্ঠ বন্ধুদের মতে, সা¤প্রতিক সময়ে ক্রুজ এবং খায়রোভা ঘনিষ্ঠ হয়ে উঠছেন। হলিউড তারকা প্রায়শই লন্ডনের নাইটসব্রিজে তাঁর ১০ মিলিয়নের অ্যাপার্টমেন্টে খায়রোভার সঙ্গে সময় কাটান। এলসিনার ফ্ল্যাটেও একাধিকবার দেখা গেছে ‘মিশন ইম্পসিবল’ অভিনেতাকে। কিছুদিন আগে খায়রোভার সঙ্গে একটি ডিনার ডেটে লন্ডনের একটি অভিজাত রেস্তোরাঁর গোটা ফ্লোর বুকিং করেছিলেন টম। গত বছর ডিসেম্বর থেকে টম ও এলসিনার প্রেমের গুঞ্জন শুরু হয়। যত দিন যাচ্ছে, দুজন ঘিরে গুঞ্জন বাড়ছেই। যদিও তারা প্রকাশ্যেই একসঙ্গে সময় কাটাচ্ছেন, তবে সম্পর্কের বিষয়টি এখনই জানাতে চান না উভয়ের কেউই। টমের বর্তমান সঙ্গী এলসিনা একজন সাবেক মডেল ও বিশিষ্ট রাশিয়ান এমপির কন্যা। এর আগে রাশিয়ান ধনকুবের স্বামী দিমিত্রি টেস্টকভকে বিয়ে করেছিলেন তিনি। দুজনের বিচ্ছেদও হয়েছে। টম এবং এলসিনার প্রেমের গুঞ্জন জোরালো হয় লন্ডনের গ্রোসভেনর স্কোয়ারে একটি পার্টিতে দুজনকে একসঙ্গে ঘনিষ্ঠভাবে দেখার পর থেকে। এরপর থেকে দুই তারকাকে নিয়ে আলোচনা শুরু হয়। ব্যক্তিজীবনে টম ক্রুজ এর আগে তিনটি বিয়ে করেছেন। প্রথম বিয়ে করেন ১৯৮৭ সালে, দ্বিতীয় বিয়ে করেন ১৯৯০ সালে আর শেষ বিয়ে করেন ২০০৬ সালে। তাঁর সাবেক তিন স্ত্রী অভিনেত্রী মিমি রজার্স, নিকোল কিডম্যান ও কেটি হোমস।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com