• শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৯
সর্বশেষ :
পাইকগাছয় প্রায় সাড়ে চার লাখ মানুষের সেবা দিচ্ছেন মাত্র ৪জন চিকিৎসক সরিষার ভালো ফলনের সম্ভাবনা ডুমুরিয়ায় নগরঘাটায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাড়াদান কার্যক্রম বিষয়ক কর্মশালা আশাশুনিতে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা কুমিরায় রাস্তার উপর থেকে সরকারী গাছ কাটার সময় আটক ১, ভ্রাম্যমান আাদালতে মামলা শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ৭টি পদে মনোনয়ন ফরম তুললেন যারা  ডুমুরিয়ায় খেলাপি ঋণ আদায় ও বিতরণ বিষয়ক মতবিনিময় মণিরামপুরে বিরাট রাজার ধনপোতা ঢিবির দ্বিতীয় পর্যায়ে খননের উদ্বোধন আশাশুনির চাপড়ায় মূল নদীর উপর দিয়ে নদী খননের দাবীতে মানববন্ধন ১০দিনের ব্যবধানে একই ঘেরে বিদ্যুৎ স্পৃষ্টে ২পাহারাদারের মৃত্যু

ডুমুরিয়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ২২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

ডুমুরিয়ায় ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত। নানা আয়োজনের মধ্য দিয়ে ডুমুরিয়ায় দিবসটি পালিত হয়। এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন এবং সমবায়
আন্দোলনে গতিশীলতা আনতে প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে শনিবার ২ রা নভেম্বর সকাল ১১টায় সমবায় অধিদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার, অধিদপ্তর ও
জাতীয় সমবায় দিবস উপলক্ষে দেওয়া য়ে অর্জিত নতুন বাংলাদেশে ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪’ পালিত হয়েছে।

 

প্রধান অতিথি ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন বলেন, অর্থনীতিকে গতিশীল করে গড়ে তুলতে সমবায় অঙ্গনেও সংস্কার প্রয়োজন। আমাদের সমাজে উদ্যোক্তা সৃষ্টির জন্য দক্ষ ও টেকসই সমবায় ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যকে সামনে রেখে এবারের জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য- সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে। সমবায় খাত দেশের দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণভূমিকা পালন করে আসছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশের স্থানীয় চাহিদা অনুযায়ী নিবিড় পেশাভিত্তিক প্রশিক্ষণ, সহজ শর্তে সমবায়ীদের ঋণ সুবিধা, প্রযুক্তিগত ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে সমবায়ীদের কর্মক্ষমতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে। একটি নতুন অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে সমবায়কে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে।তিনি জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

 

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা সমবায় সমিতির কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাব চন্দ্র দাস, চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন শেখ তুহিনুল ইসলাম তুহিন, উপজেলা সহকারী অফিসার বিপ্লব কুমার দাস, তন্ময় পাড়ি, ডুমুরিয়া উপজেলার থুকড়া জনতা সমবায় সমিতির ব্যবস্থাপক গোলাম কুদ্দুস সভাপতি মোস্তাকিন মোল্লা, ডুমুরিয়া উপজেলা সহকারী ইমাম হাফেজ অহিদুজ্জামান, সমবায় সমিতির সদস্য ইছহাক আলী, হিমাংশু দাস, প্রমুখ।

 

আলোচনা পূর্বে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও একটি বিশাল র‍্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com